এজবাস্টন টেস্টে ফের একবার চালকের আসনে ইংল্য়ান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুড়েছে ইংরেজরা। বাকি আর একটা টেস্ট ম্যাচ, যেটা চলছে। সেখানেও ইংরেজরাই অ্যাডভান্টেজ। অবশ্য এর জন্য ব্যাপকভাবে দা☂য়ি ওয়েস্ট ইন্ডিজ শিবির। কারণ বোলাররা একটা সময় দলকে সুবিধাজনক জায়গায় এনে দিলেও হঠাৎই যেন খেলা থেকে হারিয়ে যান তাঁরা। অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয় তাঁদের। কেমন যে গাছাড়া মনোভাব লক্ষ্য করা যায়, সেই সুযোগ কাজে লাগিয়েই খেলায় ফেরে বেন স্টোক্সের 🐽ইংল্যান্ড। জেমি স্মিথ, বেন স্টোক্স, ক্রিস ওকসের লড়াইয়ে লিড নিয়ে নেয় তাঁরা। পরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ফের ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল, যার ফলে এজবাস্টন টেস্টে বেজায় চাপে তাঁরা।
তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটা সময় মাত𓄧্র ৫৪ রানের মধ্যেই পাঁচ উইকেট পড়ে গেছিল ইংল্যান্ডের। জ্যাক ক্রলি ১৮, বেন ডাকেট ৩, মার্ক উড ০, ওলি পোপ ১০ এবং হ্যারি ব্রুক ২। দেখে মনে হচ্ছিল অবশেষে হয়ত কাঙ্খিত জয়ের দিকে দলকে নিয়ে যেত𝓀ে পারবেন ক্যারিবিয়ান বোলাররা। কিন্তু জেডেন সিলস, আলজারি জোসেফ, জ্যাসন হোল্ডাররা পারলেন না। এরপরই পাল্টা লড়াই শুরু করলেন জো রুট, বেন স্টোক্সরা। জো রুট ১২৪ বলে করেন ৮৭ করেন। ৬৯ বলে ৫৪ রান করেন বেন স্টোক্স। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন জেমি স্মিথ। তিনি করেন ৯৫ রান। অলরাউন্ডার ক্রিস ওকসও দলকে ভরসা দেন। তিনি করেন ৬২ রান, আর তাতেই প্রথম ইনিংসে ৯৬ রানের লিড পেয়ে যায় ইংল্যান্ড দল।
এরপর ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ৩৩ রানেই হারিয়েছে দুই উইকেট। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে খাতাই খুলতে পারলেন না। কার্ক ম্য☂াকেঞ্জি করলেন ৮ রান। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে এখনও ৬১ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। ফলে ব্যাটাররা অসাধারণ কিছু করে দেখাতে না পারলে অবধারিত খারাপ পারফরমেন্স অপেক্ষা করছে তাঁদের। অন্যথায় বোলারদের অতিমানবিয় কিছু করে দেখাতে হবে এজবাস্টন টেস্টে দলকে জয় এনে দিতে গেলে।
আরও পড়ুন-অধিনায়ক বানানোর পরেও সূর্যকে নিয়ে🥀 আক্ষেপ কাটছে না গৌতির! পাল্টা কোচকে পরামর্শ 🦩সূর্যর
ইংল্যান্ডের হয়ে নায়ক বনে গেছেন ক্রিস ওকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর নিজেদের ইনিংসে অর্ধশতরান কর🍷েন। ফের ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তুলে নেন ম্যাকেঞ্জির গুরুত্বপূর্ণ উইকেট।