🐻 ২০২৪ সালে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচগুলো না খেলার কারণে BCCI-এর কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছিলেন ভারতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান শ্র൩েয়স আইয়ার। তবে ৩০ বছর বয়সি শ্রেয়স ওয়ানডেতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করেছেন, এবং এখন দেখার বিষয় তিনি টেস্ট দলে ফেরার সুযোগ পান কিনা। তবে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, আইপিএল ২০২৫-এ যদি পঞ্জাব কিংসের (PBKS) হয়ে শ্রেয়স ভালো পারফরম্যান্স না করেন, তাহলেও যেন শ্রেয়সের টেস্ট দলে ফেরার কোনও বাঁধা তৈরি না হয়।
অশ্বিন বিশ্বাস করেন যে ফরম্যাটগুলিকে এ๊কসঙ্গে মেশা🔜নো উচিত নয় এবং শুধুমাত্র একটি ভালো আইপিএল পারফরম্যান্স টেস্ট দলে সুযোগ পাওয়ার মাপকাঠি হতে পারে না। নিজের ইউটিউব চ্যানেলে, অশ্বিন আইপিএল-এর আসন্ন ১৮তম সংস্করণে পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
PBKS-এর সম্ভাবনা নিয়ে আলোচনার সময়, এক আলোচক বলেন যে শ্রেয়সের কাছে আইপিএল ২০২৫-এ প্রমাণ করার অনেক কিছু আছে এবং এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলে তিনি টেস্ট দলে ফেরার সুযোগ পেতে পারেন। তবে, অশ্বিন এই ধারণাটিকে সমর্থন করেননি। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে একজন খেলোয়াড়ের ভালো আইপিএল পারফরম্যান্স টেস্ট দলে সুযোগ পাওয়ার ভিত্তি হতে পারে? তিনি ফরম্যাটগু🗹লিকে আলাদা রাখার পক্ষে মত দেন।
আরও পড়ুন … GT Possible 🧸first XI: গিলের সঙ্গে ওপেন করবেন কে? IPL 2025-এ কোন একাদশ নিয়ে মাঠে নামবে গুজরাট?
শ্রেয়স আইয়ারকে নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন ত🃏াঁর ‘অশ কি বাত’ ইউটিউব চ্যানেলে বলেন, ‘একটি বিষয় বলুন: ভালো আইপিএল খেললে কিভাবে টেস্ট দলে সুযোগ পাওয়া যায়? ভালো আইপিএল খেলে কেউ টেস্টে নিজের দক্ষতা কীভাবে বাড়াবে? কেউ যদি ওয়ানডেতে ভালো খেলে, তাহলে মানুষ তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়।’
অশ্বিন আরও বলেন, ‘কেউ যদি টেস্টে ভালো খেলে, তবে ম𝐆ানুষ তাকে টি-টোয়েন্টিতে ফেরানোর কথা বলতে শুরু করে। এটা কি ঠিক? যদি কেউ আইপিএলে ভালো খেলে, তাহলে শুধুমাত্র তার টি-টোয়েন্টি খেলার সুযোগ বღাড়বে।’
আরও পড়ুন … GT SWOT A🎉nalysis: বাটল༒ার-রাবাদা-সিরাজদের সঙ্গে নিয়ে কি হারানো গৌরব ফিরে পাবে গিলের গুজরাট
‘শ্রেয়াস একজন দুর্দান্ত খেলোয়াড়’
এই সময়ে শ্রেয়স আইয়ারের প্রশংসা করতেও ভোলেননি অশ্বিন। তিনি বলেন, কেকেআরের তৃতীয় আইপিএল শিরোপা জয়ে শ্রেয়সের বড় ভূমিকা ছিল। এর আগে শ্রেয়স বলেছিলেন, কেকেআরকে চ্যাম্পিয়ন করার পরেও তিনি কাঙ্ক্ষিত স্বীকৃতি পা🅰ননি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ‘নিঃশব্দ নায়ক’ হিসেবেও প্রশংসিত হয়েছেন শ্রেয়স আইয়ার। আর এই প্রশংসা এসেছে খোদ অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে।
আরও পড়ুন … IPL 2025: CSK অনুশীলনের ফা𝔉ঁকে পথকুকুরকে নিজের প্লেট থেকে খাওয়ালেন ধোনি! ভাইরাল হল ভিড෴িয়ো
শ্রেয়স IPL 2025-এও দারুণ পারফর্ম করবেন- অশ্বিনের বিশ্বাস
অশ্বিন বলেন, ‘শ্রেয়স আইয়ার সত্য🃏িই ভালো খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ফর্ম তিনি দেখিয়েছেন, আমি অবাক হব না যদি তিনি আইপিএলেও তা বজায় রাখেন। তিনি দুর্দান্ত খেলোয়াড়। গত মরশুমে কেকেআরের শিরোপা জয়ে তার বড় অবদান ছিল।’ শ্রেয়স আইয়ার আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করবেন। তার দল আগামী মঙ্গলবার, ২৫ মার্চ, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।