মহেন্দ্র সিং ধোনি তাঁর ১৮তম আইপিএল মরশুমে খে🉐লতে চলেছেন, যা পেশাদারপ ক্রিকেটে তার ২৫তম বছর। ২০০০ সালের জানুয়ারীতে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে সিনিয়র ক্রিকেটে আত্মপ্রকাশ করেন ধোনি। যাত্রা শুরুর পর থেক🏅ে তিনি এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
উল্লেখ্য, ৪২ বছর বয়সেও ধোনি গত আইপিএল মরশুমে ১১ ইনিংসে ১৬১ রান সংগ্রহ করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২২০.৫৪ এবং ব্যাটিং গড় ৫৩.৬৬। উইকেটের পিছনেও তিনি বরাবরের 🎀মতো ক্ষীপ্র ছিলেন। জাতীয় দল তথা আইপিএলে ধোনির দীর্ঘদিনের সতীর্থ হারভজন সিং হদিশ দিলেন, ৪৩ বছর বয়সেও কীভাবে মাহি নিজের আইপিএল কেরিয়ার টেনে নিয়ে চলেছেন। এই প্রসঙ্গে ধোনি নিজেই ভাজ্জিকে কী বলেন, তাও জানিয়েছেন সর্দার।
আরও পড়ুন:- IPL 2025: ভারতের যুব বিশ্বকাপ জয়ের🐭 নায়ক, বিরাট কোহলির সতীর্থ এবার আইপিএলের আম্পায়𓃲ার
ধোনির আইপিএল খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে ইএসপিএন-ক্রিকইনফো🐻কে হরভজন বলেন, ‘সম্প্রতি একটি বিয়েবাড়িতে ধোনি সঙ্গে আমার দেখা হয়। ওকে খুব ফিট এবং তরতাজা দেখাচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করি যে, তুমি যা করছ, সেটা নিতান্ত কঠিন নয় কি? ও বলে, এটা নিঃসন্দেহে কঠিন, তবে এটাই একমাত্র জিনিস যা আমি করতে পছন্দ করি। আমি এটা উপভোগ করি। বিকেলে ৪টে বা ৫টা বাজলেই আমি খেলতে যেতে চাই এবং আমি এটা সত্যিই করতে চাই।’
ধোনির জবাব 🧸শুনে হরভজনের উপলব্ধি, ‘যতক্ষণ আপনার মধ্যে সেই ক্ষিদে থাকবে, আপনি খেলা চালিয়ে যাবেন।’
'ও শুধু টিকে নেই, বরং বোলারদের বিরুদ্ধে এখনও দাপট দেখায়'
২০২০ সালের আগস্টে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। এর পর থেকে তিনি শুধুমাত্র আইপিএলে খেলেছেন। হারভজন উল্লেখ করেছেন যে, শুধুমাত্র আইপিএল খেলা এবং অন্য কোনও টুর্নমেন্টে না খেলা কঠিন সন্দেহ নেই। তবে ধোনি আইপিএলের আগে পর্যাপ্ত অনুশীলন করেন এবং নেটে তিনি অবিশ্বাস্য সংখ্যক বলের মোকাবিলা করেন꧂। সেই জন൲্যই মাহির পক্ষে আইপিএল খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়।
ভাজ্জির কথায়, ‘মাঝে কোনও টুর্নামেন্ট না খেলে আইপিএলে মাঠে নামা কঠিন। কিন্তু ধোনি দেখিয়েছে কীভাবে এটা করা যায়। ও নিশ্চিত বাকিদের থেকেও ভালো কিছু করে। ও শুধু টিকে নেই, বরং 𒉰সব বোলারদের বিরুদ্ধে দাপট দেখায়।🐼 আইপিএলের ২-৩ মাস আগে থেকে অনুশীলনে প্রচুর বল খেলে ধোনি।’