শুভব্রত মুখার্জဣি:- একটা সময়ে ভারতীয় সিনিয়র পুরুষ দলের হয়ে নিয়মিত খেলেছেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধে ভারতকে একাধিক ম্যাচে তিনি এনে দিয়েছেন সাফল্য। আইপিএলে ও বেশ সফল তিনি। পঞ্জাব কিংসের অধিনায়কত্বের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।তবে সাম্প্রতিক সময়ে সিনিয়র দলে আর খেলার সুযোগ পাননা তিনি। পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনে ও বয়ে গিয়েছে ঝড়। স্ত্রী আয়েষা মুখার্জির সঙ্গে বিবাহ বি🐷চ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। পাশাপাশি বিপুল অঙ্কের টাকা সহ একাধিক বাড়ি ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন… ভিডিয়ো: BAN vs NEP ম্যাচে সেলিব🐠্রেশন করতে গিয়ে সুইমিং পুলে প🅘ড়ে গেলেন ভক্ত! কী হল তারপর?
এর পাশে আরও একটি সমস্যা হল নিজের সন্তানের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন তাঁর। মাঝেমধ্যে তিনি তাঁর পুত্রকে নিয়ে সোশ্যাল মি🌜ডিয়াতে পোস্ট করেন। রবিবার অর্থাৎ ১৬ জুলাই ছিল আন্তর্জাতিক পিতৃদিবস। সেই দিনেই ফের একবার পুত্রের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর পুত্রের সঙ্গে যে তাঁর আর কোন ও যোগাযোগ নেই তাও জানিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন… T20 WC 2024: ব্যর্থতার দায় নিয়ে কি এবার পাকিস্তান দলের ন💃েতৃত্ব ছেড়ে দেবেন বাবর আজম?
পিতৃদিবসে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে নিজের বাবা এবং ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। শিখর ধাওয়ান লিখেছেন, ‘আমার বাবাকে প𒁏িতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। পাশাপাশি আমার কাছে এই পিতৃ দিবসটা খুব ইমোশনাল একটা পিতৃ দিবস। কারণ আজকের দিনে আমার ছেলের সঙ্গে আমার কোন কথা হয়নি। তার গলার আওয়াজটাও আমি শুনতে পাইনি। আমার সঙ্গে তার কোন যোগাযোগ নেই। তাও আমি তাকে পিতৃ দিবসের শুভেচ্ছা জানাই। সেই সমস্ত বাবাকে আমি আমার ভালোবাসা জানাই, পজিটিভ থাকতে বলি যারা আমার মতন এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুন… T20 WC 2024: শেষ বেলায় জ্বলে উঠলেন হাসারাঙ্গারা! ডাচদের ৮৩ র♕ানে হারিয়ে শ্রীলঙ্কার সান্ত্বনার জয়
গত বছর অক্টোবর মাসে দিল্লির এক ক𝐆োর্ট শিখর ধাওয়ানের বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছিল। তাঁর স্ত্রী আয়েষা মুখার্জি তাঁর উপর মানসিক অত্যাচার করছেন এই অভিযোগ জানিয়েছিলেন শিখর ধাওয়ান। যাতে মান্যতা দেয় দিল্লি কোর্ট। পাশাপাশি কোর্ট ধাওয়ানকে তাঁর পুত্রের সঙ্গে ভারত এবং অস্ট্রেলিয়াতে ও দেখা করার অনুমতি দেয়। পাশাপাশি আয়েশাকে ও অর্ডার দেওয়া হয় তাদের পুত্রকে ভারত সফরে মাঝেমধ্যে নিয়ে আসতে যাতে তিনি তার বাবার সঙ্গে দেখা করতে পারেন। অক্টোবরে ভিডিয়ো কলে ত♎াঁর পুত্র জোরাভারের সঙ্গে কথা বলার একটি স্ক্রিনশট ও পোস্ট করেছিলেন শিখর ধাওয়ান। জোরাভার তখন অস্ট্রেলিয়া থেকেই তাঁর বাবার সঙ্গে কথা বলেছিলেন।