মহিলা টি-২০ বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ভা꧃রতীয় মেয়েদের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে পরাজিত হতে হয়েছিল ভারত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় হরমনপ্রীতরা। ৬ উইকেটে জয় পায় তারা। এদিনের ম্যাচে অসাধারণ ক্যꦑাচ ধরে নজর কাড়েন রিচা ঘোষ। মনে করিয়ে দেন মহেন্দ্র সিং ধোনিকে। এরপরই দলের অন্দরে ফিল্ডার অফ দ্য ডে নির্বাচিত হন তিনি। সেই ভিডিয়ো প্রকাশ করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।
ভিডিয়োতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফিল্ডিং কোচ মুনিশ বালিকে ড্রেসিংরুমে বেস্ট ফিল্ডারদের নাম নিতে দেখা যায়। তিনি এই গরম এবং আদ্রতার মধ্যে মাঠে ভালো ফিল্ডিং দেওয়ার জন্য সকলকেই কুর্নিশ জানান। বেস্ট ফিল্ডারদের লিস্টে নাম ছিল- শেফালি ভার্মা,সঞ্জনা সঞ্জীবন, জেমিমা রদ্রিগেজ, শ্রেয়াঙꦅ্কা পাটিল এবং রিচা ঘোষ।
এরপরই কোচ জানান, সেরার সেরা কে সেটা বাসে উঠেই জানা 𝄹যাবে। বাসে উঠলে রিচার সিটে বসার আগে তাঁকে মেডেল পরিয়ে দেওয়া হয়। ফিল্ডিং কোচ বলেন, ‘রিচা যেভাবে কামব্যাক করেছে তা প্রশংসনীয়। গত ম্যাচে ক্যাচ মিসের পর আজ এরকম একটা ক্যাচ ধরা সত্যিই অসাধারণ। রিচা বলেন, ‘আগের দিন ক্যাচ মিস করার পর কোচের সঙ্গে কথা বলেছিলাম। জানার চেষ্টা করেছিলাম কীভাবে আরও ভালো করা যায়। সেই অনুযায়ী অনুশীলন করি। স্যার বলেছিলেন, যেটা হয়ে গেছে ভুলে যাও, নতুন করে শুরু কর। সেটাই কাজে এসেছে।’
প্রসঙ্গত, রবিবারের ম্যাচে পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানাকে আশ্চর্যজনক ক্যাচ নিয়ে আউট করেন রিচা ঘোষ। ফাতিমা সানা ভালো ফর্মে থাকলেও রিচা ঘোষের দুরন্ত ফিল্ডিংয়ের কাছে উইকেট হারান। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে আউট হন ফাতিমা। সেই ওভারে বল করছিলেন আশা শোভন। ফাতিমা সানা সেই সময়ে পরপর দু’টি চার মারেন এবং তিনি ওভারের শেষ বলে একটি বড় শট মারার চেষ্টা করছিলেন। অফ স্টাম্পের বাইরে থাকা একটি বল মারার চেষ্টা করতে যান ফাতিমা,𓄧 কিন্তু বলটি ব্যাটের বাইরের প্রান্তে লেগে পিছনে উইকেটরক্ষকের দিকে চলে যায়। এই সময় রিচা ঘোষ তৎপরতা দেখিয়ে বাইরের দিকে যাওয়া বলটি এক হাতে ধরেন। বলটি সেই সময়ে প্রায় তাঁর পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু রিচা ঘোষ বলটি ধরতে সক্ষম হন। ক্যাচটি নেওয়ার জন্য ১ সেকেন্ডও পাননি, চোখের পলকে রিচা ঘোষের এই ক্যাচে মুগ্ধ হন ক্রিকেট প্রেমীরাও।