নিশ্চিতভাবেই চার-ছক্কার ফুলঝুরি দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। যদিও ꦕটানটান লড়াই চললেও মারকাটারি ক্রিকেট দেখা যায়নি ভারত বনাম পাকিস্তান মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিꦅগের ম্যাচে। তবে ভারতীয় সমর্থকরা খুশি মনে বাড়ি ফিরতে পেরেছেন হরমনপ্রীতরা জয় তুলে নেওয়ায়।
ক্রিকেটের ময়দানে ভা൩রত-পাকিস্তানের সম্মুখসমর সর♉্বদাই হটকেক। ক্রিকেটপ্রেমীরা কার্যত হামলে পড়েন ভারত-পাক ম্য়াচের উত্তেজনায় গা ভাসাতে। ব্যতিক্রমী ছিল না রবিবারের দুবাইয়ের ম্যাচও। মাঠে ভিড় জমান প্রচুর সংখ্যক দর্শক। তাতেই তৈরি হয় মেয়েদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড।
এর আগে মেয়েদের টি-২০ বিশ্বকাপের কোনও গ্রুপ লিগের ম্যাচে এত দর্শক হয়নি, যত সংখ্যক ক্রিকেটপ্রেমী রবিবার দুবাইয়ে ভার𓆏ত-পাক ম্যাচ দেখতে গিয়েছিলেন। ভারত-পাক ম্যাচের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন ১৫৯৩৫ জন দর্শক, যা গ্রুপ পর্যায়ে সর্বকাল🦩ীন রেকর্ড।
এর আগে বিশ্বকাপের কোনও গ্রুপ লিগের ম্যাচে সব থেকে বেশি দর্শক হয়েছিল ২০২০ সালে। ২১ ফেব্রুয়ারি🦂 সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে হাজির ছিলেন ১৩৪৩২ জন দর্শক।
যদিও মেয়েদের কোনও ক্রিকেট ম্যাচে সব থেকে বেশি দর্শকের রেকর্ডের নিরিখে এই সংখ্যা ধারে-কাছেও আসে না। ২০২০ সালে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ফাইনাল দে🐲খতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৮৬🐈১৭৪ জন দর্শক। সুতরাং, একটা বিষয় স্পষ্ট যে, ছেলেদের হোক বা মেয়েদের ম্যাচ, স্টেডিয়ামে দর্শক টানতে আয়োজকদের ভরসা ভারতীয় দল।
ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল
রবিবার দুবাইয়ে চলতি টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপের ম্যাচ🐬ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রান সংগ্রহ করে। নিদা দার দলের হয়ে সব থেকে বেশি ২৮ রান করেন। এছাড়া মুনিবা আলি ১৭, ফতিমা সানা ১৩ ও সায়েদা আরুব শাহ ১৪ রꦰানের যোগদান রাখেন।
ভারতের হয়ে ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে 🏅৩টি উইকেট নেন অরুন্ধতী রেড্ডি। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে൩ ২টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন রেনুকা সিং, দীপ্তি শর্মা ও আশা শোভনা।
পালটা ব্যাট করতে নেমে ভারত ১৮.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় দল। শেফালি বর্মা♎ ৩২, জেমিমা রডরিগেজ ২৩ ও হরমনপ্রীত কৌ♈র ২৯ রান করেন।