৯১ বছরে প্রথমবার, পাঁচ দিনের টেস্টে একটি বলও গড়ালো না নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্টেডিয়ামে। যোগীর রাজ্যে লজ্জার ইতাহিস ভারতীয় ক্রিকে✱টে। এর আগে টেস্টে এক বলও খেলা না হওয়ার দৃশ্য এদেশে ছিল বিরল। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচে একটি বলও খেলা গড়ালো না উত্তর প্রদেশের এই স্টেডিয়ামে। পাঁচ দিনই নিয়ম মাফিক ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ স্টাফরা উপস্থিত থাকলেন। মাঠে নামার জন্য উৎসুকও ছিলেন সকলে, কিন্তু বাধ সাধল আবহাওয়া এবং মাঠের অবস্থা, যার ফলে আম্পায়াররা এ♉কটি বলও মাঠে গড়ানোর অনুমতি দিতে পারলেন না। নিষ্ফলা টেস্টের জেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার কাজটা আরেকটু কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের কাছে।
আশা করা হয়েছিল দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে হয়ত খেলা শুরু হবে। কিন্তু মাঠের জল শুকোনোর মতো পর্যাপ্ত পরিকাঠামো ছিল না কর্তৃপক্ষের। কখনও স্ট্যান্ড ফ্যান এনে, কখনও বড় বড় টাওয়েল দিলে জল সড়ানোর চেষ্টা হলেও নয়ডার এই মা🔯ঠকে পাঁচদিনেও খেলার উপযুক্ত করা যায়নি। এরই মধ্যে তৃতীয় দিনে বৃষ্টি হওয়ায় ফের সমস্যা হয়। কভারের ওপর এবং মাঠের চার পাশেই জল জমে যায়, নিকাশি ব্যবস্থা একদম খারাপ যাকে বলে।
চতুর্থ দিনেই খেলা পরিত্যক্ত হওয়ার আভাস পাওয়া গেছিল। কারণ প্রথম দুদিন রোদ থাকার পরেও যখন খেলা শুরু করা যায়নি, সেক্ষেত্রে তো তৃতীয় দিনে বৃষ্টির পর খেলা শুরু করা ছিল অসম্ভব ব্যাপার। কার༺ণ সুপার সপার বা ড্রায়িং মেশিনারি স্টেডিয়ামে তেমন কিছুই নেই। শেষ পর্যন্ত মাঠ পরিদর্শনের পর পঞ্চম দিনের ম্যাচ বাতিল করতে বাধ্য হন আম্পায়ার এবং ম্যাচ রেফারি।
আরও🍃 পড়ুন-ভিনেশের ভা✱লো মানুষির সুযোগ নিল কংগ্রেস! ওর ২০২৮-এ সোনা জেতা উচিত ছিল-মহাবীর ফোগট
ভারতের নিউট্রাল ভেনুতে দীর্ঘদিন ধরেই🤪 আফগানিস্তান দল নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ম্যাচ খেলে। নয়ডায় প্রথম দিনে খেলা ভেস্তে যাওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বিসিসিআইয়ের দিকে আঙুল তুললেও কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের অবস্থান বদল করে বিসিসিআইয়ের প্রশংসা শুরু করেছিলেন। কারণে ভারতের থেকে এত সাহায্য নেওয়ার পর সেই দেশের বোর্ডের বিরুদ্ধে কথা বলা আফগানদের সাজে না।&n🐓bsp;
একবিংশ শতাব্দীর এটি প্রথম ম্যাচ যেখানে পাঁচদিনেও এক বল গড়ালো না। ৮বার ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে, যার মধ্যে তিনবারই সামিল থাকল নিউজিল্যান্ড। আফগান ক্রিকেট বোর্ডের তরফে শুক্রবার সকালেই জানিয়ে দেওয়া হয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যদিও এই টেস্ট ভুলে সামনে দিকে তাকাতে চলেছে দুই দলই। আফগানিস্তান এরপর সিমিত ওভারের সিরিজ খেলবে শারজাহতে সাউথ আফ্রিকার বি🦩রুদ্ধে, অন্যদিকে নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট🗹 সিরিজে।