ভারতীয় ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপ চღ্যাম্পিয়ন হওয়ার পিছনে মুখ্য অবদানই রয়েছে তারকা পেসার জসপ্রীত বুমরাহর। ফাইনাল ম্যাচে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে বোলিং করে দলকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিলেন এই জোরে বোলার। গোটা ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে দিয়ে ছিলেন মাত্র ১৮ রান, তুলে নিয়েছিলেন দুই উইকেট। সেকন্ড স্পেলে স্লগ ওভারে যখন রোহিত শর্মা তাঁকে বোলিং করতে ফিরিয়ে আনেন তখন ম্যাচ কার্যౠত দঃ আফ্রিকার পকেটে। কিন্তু ওই পরিস্থিতিতেও দলকে ভরসা দেন বুমরাহ। দু ওভার বোলিং করে নিয়েছিলেন ১ উইকেট, দেন মাত্র ছয় রান। এর ভারতীয় পেসারের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার ব্রেট লি।
আরও পড়ুন-বিরাট উপেক্ষা! গম্ভীরকে কোচ করা নিয়ে হার্দিকের সঙ্গে আলোচ⛄না, কোহলির সঙ্গে কথা বলল না বিসিসিআই
এক সময় প্রতিপক্ষের ব্যাটারদের ত্রাস ছিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার ব্রেট লি। বর্তমান ক্রিকেটে জসপ্রীত বুমরাহও তাঁ꧑র বোলিংয়ের সৌজন্যে প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দিচ্ছেন। এবারের টি২০ বিশ্বকাপে মাত্র ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ, অর্থাৎ গোটা প্রতিযোগিতা জুড়েই বল হাতে নিজের দুর্দান্ত ফর্ম ধ𒐪রে রেখেছিলেন এই পেসার, যা দেখে মুগ্ধ ব্রেট লি। এখনও বুমরাহর সেরাটা আসা বাকি রয়েছে বলেই মনে করছেন ব্রেট লি।
আরও পড়ুন-বিরাট নয়! বিদেশের ম﷽াটিতে এই ক্রিকেটারই হয়ে উঠতে পারে তুরুপের তাস! বলছেন গাভাসকর
অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার বলছেন, ‘জসপ্রীত বুমরাহর পেস রয়েছে, ও অত্যন্ত দ্রুত বোলিং করতে পারে। টেস্ট ক্রিকে🔯টেও টানা এক লাইন লেন্থে বোলিং করতে পারে। যখন ওর হাতে সাদা বল তুলে দেওয়া হয় তখন বোলিং ওপেন করতে পারে। ডেথ ওভারে বোলিং দেওয়া হলেও ১২-১৩ রানের কম দেয়। ওর সুইংগিং ইয়র্কার গুলো খেলা অসম্ভব। যে কোনও যুগেই ও বিশ্বের অন্যতম সেরা। আমি ওর খেলা উপভোগ করছি। তবে আমার মনে হয়, ওর সেরাটা এখনও বেড়িয়ে আসেনি। ও হচ্ছে বেঞ্জামিন বুটোনের মতো, বয়সের সঙ্গে সঙ্গেও ওর ধার বাড়ে ’।
আরও পড়ুন-পাকিস্তান নিয়ে অবস্থান বদলাচ্ছে না মোদী ৩.০! শ্রীলঙ্কা বা দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ༒ খেলতে চায় বিসিসিআই
ব্রেট🍌 লির মতো বুমরাহ অতিরিক্ত গতিতে বোলিং না করলেও তাঁর লাইন লেন্থ এবং ইয়র্কাররের সৌজন্যে বারবার ভারতকে কঠিন পরিস্থিতিতে নির্ভরতা দিয়েছেন এই জোরে বোলার।