চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচে ফিল্ডিংয়ের মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠে 💝গেছে। আইপিএলে কি শুধুই ব্যাটিংয়ের দিকেই মনযোগ দিচ্ছে দলগুলো, তাই ফিল্ডিংয়ের এই হাল? যে দলে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ারের মতো ফিল্ডাররা রয়েছেন, সেই দুই দলেরই ম্যাচে নাকি মোট ৮টি ক্যাচ মিস হয়েছে। এর মধ্যে কয়েকটা তো লোপ্পা হাতের ক্যাচও মিস করেছেন ফিল্ডাররা। এবার সেই নཧিয়েই আইপিএলের ক্রিকেটারদের একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
ডেভন কনওয়ের পরপর দুটি ক্যাচ মিস ♒হয়। এরপর শ্রেয়সকেও মিস ফিল্ড করতে দেখা যায়। শশাঙ্ক সিংয়ের সপাটে মারা বল ওপরের দিকে উঠে গেছিল, এরিয়াল এই ক্যাচ সহজেই নেওয়ার কথা ছিল রাচিন ꦇরবীন্দ্র, কিন্তু তিনিও সেটা মিস করলেন। এত ক্যাচ মিস দেখে অবাক হয়ে গেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
ইরফানের তোপের মুখে ফিল্ডাররা
তিনি কার্যত আইপিএলে ফিল্ডিংয়ের মান নিয়েই প্রশ্ন তুলে দিয়ে বলছেন, ‘আজকের একটা খেলায় মোট ৮টা ক্যাচ মিস। আমরা তো লেজেন্ড লিগেও এত ক্যাচ মিস করি না (অর্থাৎ লেজেন্ডস লিগে বয়স্ক ক্রিকেটাররা খেললেও, তাঁদেরও♎ ফিল্ডিংয়ের আইপিএলের অনেকের থেকে ভালো, সেই কথাই বোঝাতে চাইলেন ইরফান পাঠান) ’।
চেন্নাই সুপার কিংস দল এই নিয়ে টানা চার ম্যাচে এবারের আইপিএলে হারল। প্রিয়াংশ আর্য নিঃসন্দেহে ৩৯ বলে শতরান করে সিএসকের কাজটা কঠিন করে দিয়েছিলেন। তবে আর🌌ও সমস্যা বাড়ান নিজেদের দলের খেলোয়াড়রাই। তিনটি ক্যাচ মিসের অনেকটা দাম চুকাতে হল তাঁদের। মুল্লানপুরে একটি কট অ্যান্ড বোল্ডের সুযোগও মিস করে সিএসকে।
পরপর সুযোগ প্রিয়াংশকে
৬ রানের মাথায় নিজের বোলিংয়ে ক্যাচ মিস কর🅠েন খলিল আহমেদ, এক্ষেত্রে বেঁচে যান প্রিয়াংশ। এরপর ডিপ মিড উইকেটে প্রিয়াংশের ক্যাচ মিস করেন রবীন্দ্র জাদেজা। মুকেশ চোধুরিও লং অফে প্রিয়াংশ আর্যর সহজতম ক্যাচ মিস করলেন। এরপর শশাংঙ্ক সিংয়ের ক্যাচ ছাড়েন রাচিন রবীন্দ্র। প্রিয়াংশের শতরানের পর শশাঙ𝄹্কও হাফ সেঞ্চুরি করেন।
ফিল্ডিংয়ে নিয়ে বিরক্ত স্টিফেন ফ্লেমিং
ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে বিরক্ত প্রকাশ করেন খোদ সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁকে বলতে শোনা যায়, ‘এই ম্যাচটা আমরা ফিল্ডিংয়ের জন্যই হেরেছি, আমার মনে হয়েছে খুবই খারাপ ফিল্ডিং করেছে খেলোয়াড়রা। চাপের সময় নিজেদের নিখুঁত 🅘রাখতে পারেনি খেলোয়াড়রা। নিঃসন্দেহে আমাদের চাপে রাখার চেষ্টা করেছিল প্রিয়াংশ, ওর ভালো ব্যাটিং দিয়ে। তবে আমাদেরও ভালো ফিল্ডিং করতে হত, ওখানে অত ক্যাচ মিসই আমা♔দের হাত থেকে খেলাটা সরিয়ে নিয়ে চলে গেল। এই বিষয়টা খুবই ফ্রাস্ট্রেটিং, দুই দলই প্রচুর ক্যাচ মিস করেছে আজকের ম্যাচে ’।