ꦚফের ডিআরএস বিতর্ক। ২০২৫ সালের আইপিএলে ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। আর সেই ম্যাচেই ফ✨ের একটি ডিআরএস-এর সিদ্ধান্ত নিয়ে তীব্র জলঘোলা হচ্ছে।
আমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে গুজরাট টাইটান্সের দেওয়া ২১৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের ব্যাটসম্যান রিয়ান পরাগকে আউট দেওয়া নিয়েই শুরু হয়েছে যত বিতর্ক। রাজস্থানের ইনিংসের সপ্তম ওভারে এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যখন আম্পায়ার রিয়ান পরাগকে আউট ঘোষণা করেছিলেন এবং রিভিউ নেওয়ার পরেও, তৃতীয় আম্পায়ার সিদ্ধ🌠ান্ত পরিবর্তন করেননি।
আম্পায়ার আউট দিলে, ডিআরএসের সাহায্য নেন রিয়ান
এদিন গুজরাট টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১৭ রানের বড় স্কো💙র করে। জবাবে রাজস্থান দ্রুত তাদের দু'টি উইকেট হারায়। তা সত্ত্বেও, নতুন ব্যাটসম🎶্যান হিসেবে ক্রিজে আসা রিয়ান পরাগ কিন্তু আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন। তিনি কিছু দুর্দান্ত শটও মারেন, যা রাজস্থানের স্কোরবোর্ডকে অক্সিজেন দেয়।
এর পর ইনিংসের সপ্তম ওভারেই নাটকের সূত্রপাত। এই ওভারে বল করছিলেন বাঁ-হাতি পেসার কুলবন্ত খেজরোলিয়া। তাঁর চতুর্থ বলটি ছিল প্রায় ইয়র্কার লেন্থের, যা রিয়ান পরাগ থার্ড ম্যানের দিকে খেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বলটি ব্যাটের খুব কাছ থেকে বেরিয়ে যায়। এবং উইকেটরক্ষক জস বাটলার ক্যাচ নেন। সঙ্গে সঙ্গে আম্পায়ার আউট ঘোষণা করলেন। কিন্তু রিয়ানের দাবি ছিল, ব্যাটে-বলে হয়নি। আসলে বলটি যখন ব্যাটের খুব কাছে ছিল, একই সময়ে ব্যাটটিও পিচে জোরে আঘাত করে। সেই শব্দꦅ হয়েছিল। কিন্তু ব্যাটে লাগেনি বল।
থার্ড আম্পায়ারও বদলাননি সিদ্ধান্ত, শুরু নতুন বিতর্ক
থার্ড আম্পায়ারের রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে, ব্যাটটি প্রথমে পিচ স্পর্শ করেছে এবং স্নিকোমিটারে এর শব্দ শোনা যাচ্ছে। কিন্তু পরের ফ্রেমেই, বলটি ব্যাট অতিক্রম করার সময়েই স্নিকোমিটারে শব্দ আরও জোরালো হয়ে যায়। এই কথা মাথায় রেখেই সম্ভবত তৃতীয় আম্পায়ার রিয়ান পরাগকে আউট ঘোষণা করেন। কিন্তু রিয়ান পরাগ মোটেও খুশি ছিলেন ন🀅া এই সিদ্ধান্তে। এবং তিনি সরাসরি ফিল্ড💝 আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। পরিস্থিতি সামাল দিতে, দ্বিতীয় ফিল্ড আম্পায়ার এসে রিয়ানকে প্যাভিলিয়নে ফিরে যেতে বলেন। আম্পায়ারদের উপর ক্ষোভ উগরাতে উগরাতেই সাজঘরে ফিরে যেতে বাধ্য হন রিয়ান।
আরও পড়ুন: ভিডিয়ো- জোফ্রার ১৪৭.৭কিমি গতির বল বুঝলেনই না শুভমন, উড়ল স্টাম্প, গিলের বেস🅰িক ভুলে খেপলেন শাস্ত্রী
টানা চার ম্যাচে জয় গুজরাটের, ফের মুখ থুবড়ে পড়ল রাজস্থান
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৭ রান করে গুজরাট টাইটান্স। ওপেন করতে নেমে সাই সুদর্শনের ৫৩ বಌলে ৮২ রানের ইনিংস-ই অক্সিজেন হয় গুজরাটের। এছাড়া সেভাবে বড় রান কেউ করতে পারেননি। ২৫ বলে ৩৬ করেন জস বাটলার। শাহরুখ খান চারে নেমেছিলেন এদিন। তিনি মারতে শুরু করেছিলেন। কিন্তু ২০ বলে ৩৬ করে সাজঘরে ফিরতে হয় তাঁকেও। রাহুল তেওয়াটিয়ার ১২ বলে অপরাজিত ২৪ রানের হাত ধরে শেষমেশ ২১৭ রানে পৌঁছয় টাইটান্স। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন তু🍬ষার দেশপান্ডে এবং মহেশ থিকসেনা।
আরও পড়ুন: কোহলির অ্যাকꦫাউন্ট থেকে উধাও বিজ্ঞাপনী সব পোস্ট, তবে তো কোটি কোটি টাকার বিরাট ক্ষতি হল?
রান তাড়া করতে নেমে রাজস্থানের ব্যাটিং অর্ডার ফের ফ্লপ হয়। তারা পুরো ওভারই খেলতে পারেনি। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় তারা। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন শিমরন হেতমায়ের। তিনি ছয়ে নেমে ৩২ বলে ৫২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। এছাড়া ২৮ বলে মন্থর ৪১ করেন সঞ্জু স্যামসন। ১৪ বলে ২৬ করেন রিয়ান পরাগ। এর বাইরে༺ রাজস্থানের বাকি ব্যাটাররা কেউই এক অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি। ৫৮ রানে হেরে যায় রাজস্থান। গুজরাটের হয়ে প্রসিধ কৃষ্ণ ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন রশিদ খান এবং সাই কিশোর।