ফ্লোরিডায় একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচই বাতিল হয়ে গেছে। আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচ এই ভেনুতে দেওয়া হলেও পরিকাঠামাোগত দিক থেকে এসদমই ভালো জায়গায় ছিল না এই ভেনু। ভারত বনাম কানাডার ম্যাচের সময় বৃষ্টি পড়েনি সেরকমভাবে। তবুও ম্যাচ শুরু করা যায় নি। ভিজে আউটফিল্ডের কারণে কয়েকটা ঘন্টা অপেক্ষার পরেও ম্যাচ শুরু করতে না পারায় খেলা বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এর আগে এই মাঠেই আরও দুটি ম্যাচ বাতিল হয়েছিল। বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়া নতুন নয়, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার কয়েকঘন্টা পরেও ম্যাচ শুরু করতে না পারায় আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেℱছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু।
আরও পড়ুন-কোপা আমেরিকার আগে স্বস্তি! মেসি ম্যাজিকে পিছিꦫয়ে পড়া ম্যাচে জয় আর্জেন্তিনার
বর্তমান আইসিসি টি২০ বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে সিধু। কাজ করছেন ধারাভাষ্যকর এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে। এরই মধ্যে ভারতীয় দলের ম্যাচ বষ্টিতে বাতিল হওয়ার পর বড় দাবি করলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচে নাকি সুপার সপারে পেট্রল না থাকার কারণে তা ঠিকভাবে চালানো সম্ভব হয়নি। আর সুপার সপার না চলাতেই মাঠের জল ঠিকভাবে শুকোয়নি, এমনই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ভারতীয় দলের ম্যাচ বღাতিলের পর রোহিতদের ব্যাটিং কোচও মাঠের আউটফিল্ড এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দাবি করে আসছিলেন তাঁদের দলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ আয়োজনে সচেষ্ট হননি মাঠকর্মি🥃রা। এরই মধ্যে নভজ্যোত সিং সিধু বললেন, ‘এখানে অনেক বিভাগেই উন্নতির প্রয়োজন রয়েছে। কোনওভাবেই যেন আবহাওয়ার কারণে ম্যাচের ফলাফল না ঠিক করা হয়। ক্রিকেটাররা যেন নিজেদের পারফরমেন্স প্রমাণ করেই যোগ্য দল হিসেবে জিততে পারে সেটা আইসিসির দেখা উচিত। এই তো সেদিন দেখলাম, সুপার সপার বন্ধ হয়ে গেছে পেট্রল শেষ হয়ে গেছে বলে ’।
আরও পড়ুন-ম্যাকমুলেন-বেরিংটনদের বিরুদ্ধে ৬টি ক্যাচ মিস অজিদের! কাকতালীয় ন🐻া ইচ্ছাকৃত? প্রশ্ন ইংরেজদের
সিধু বলেছেন,♕ ‘মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পর𓃲িকাঠামোর দিক থেকে খুব একটা পিছিয়ে থাকা দেশ নয়। এখানে রাগবি বা বাস্কেট বলের ক্ষেত্রে স্টেডিয়াম পুরো কভার থাকে। তাই আইসিসির উচিত বিষয়গুলো দেখা এবং নিশ্চি করা যাতে দলের শক্তির ওপর ম্যাচের ফল নির্ধারণ হয়, শুধু বৃষ্টির কারণে বড় দল প্রতিযোগিতা থেকে বাইরে চলে গেলে খেলার জৌলুশ হারাবে ’।