ভারতীয় দল তৃতীয় টেস্টেও আরও একবার চাপের মুখে। ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীন আচরণ যে এর অন্যতম কারণ তা বলাই যায়। এমনিতে তো বিরাট কোহলির রান আউট নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। কারণ তাঁর মতো মানের ক্রিকেটার যদি দলের এমন কঠিন সময় অযথা এভাবে রান আউট হয়ে দলের বিপদ ডেকে আনে, তাহলে কোথাও গিয়ে বুঝতে হবে তাঁর ফোকাস নౠষ্ট হয়েছে🌼। এছাড়াও বিরাট কোলির আরসিবির সতীর্থ সিরাজের কাজেও বিতর্ক তুঙ্গে।
আরও পড়ুন-শুক্রব🅘ার কঠিন ম্যাচ লালহলুদের! ব্রুজো বললেন, 'শুধু আক্রমণ করলেই হবে না, দরকার… '
সিরাজের কাজে অবাক সকলে-
তৃতীয় টেস্টে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে মহম্মদ সিরাজের কর্মকাণ্ডে অব♔াক সকলে। এমনিতে তিনি নেমেছিলেন যশস্বী জয়সওয়াল আউট হওয়ায় নাইট ওয়াচম্যান হিসেবে। সখন খেলা বাকি ছিল ওই ১০ বল মতো। আর প্রথম বল খেলতে এসেই তিনি এলবিড💮াব্লু হন। আজাজ প্যাটেলের বলে আউট হওয়ার পর সটান তিনি রিভিউ নিয়ে নেন, যা দেখে রেগে যান অনেকে।
আরও পড়ুন-১৮ নভেম্বর মালেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ভারতের! প্রথম জয়ের খোঁজে ✤কোচ ম্যানোলো…
নাইট ওয়াচম্যান হিসেবে ব্যর্থ সিরাজ-
নাইট ওয়াচম্যান হিসেবে একজন ব্যাটারকে পাঠানো হয় শেষ কয়েকটা বল খেলে দিনের শেষ পর্যন্ত টিকে থাকতে। সেটা তো সিরাজ করতেই পারলেন না। উল্টে তিনি আউট হয়ে অযথা নষ্ট করে দিলেন রিভিউটা। এই নিয়ে প্রশ্ন উঠছে রোহিত শর্মার অধিনায়কত্ব এবং গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে। কারণ সিরাজের তুলনায় আকাশদীপের ব্যাটিং ভালো। ওয়াসিংটন স💖ুন্দরও ভালো ব্যাটিং করেন। ১১ নম্বর ব্যাটারকে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানো যে এক বলে আউট হয়ে রিভিউ নষ্ট করে চলে যায়, এমন খেলোয়াড়কে কোন যুক্তিতে ব্যাট করতে পাঠানো হল সেই প্রশ্ন তুলছে সকলে।
আরও🌳 পড়ুন-খরচ হল ৫৭ কোটি! কিন্তু KKR-র পার্🧔স ভ্যালু কমল ৬৯ কোটি! কেন? একঝলকে কার হাতে কত টাকা…
বিরক্ত সচিনের প্রাক্তন সতীর্থ-
এরই মধ্যে সিরাজের খারাপ ফর্ম এবং তাঁকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তকেই সমাল💎োচনা করলেন প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ। সচিন তেন্ডুলকরদের সঙ্গে এক সময় খেলা এই ক্রিকেটারের কথায়, ‘নাইট ওয়াচম্যান হিসেবে এমন ক্রিকেটারকেই পাঠাতে হয় যে ব্যাট করতে পারে মোটামুটি, কিন্তু সিরাজের সেইরকম ব্যাটিংয়ের ক্ষমতা নেই। আর এরপরেও আমি অবাক হয়ে গেলাম ওর সাহস দেখে, আউট হওয়ার পর ডিআরএস নিয়ে নিল? টেস্ট ক🅷্রিকেটে এমন ভুল বিশ্বাসই করা যায় না ’।
আরও পড়ুন🌳-DC ছাড়বেন, আগেই বলেছিলেন ঋষভ পন্ত! তখন মনে হয়েছিল মজা করছেন! ভাইরাল সেই পোস্ট…
ব্যাটারদের মানসিকতা টেস্ট খেলার মতো নয়-
ভারতীয় ক্রিকেটারদের দায়সারা ক্রিকেটকে যে এই সিরিজে হারের অন্যতম কারণ তা আগেই বোঝা গেছে। কারণ রাহানে, পূজারাদের না নিয়ে ভারতীয় দলের তরুণ ব্রিগেডের ওপর নির্বাচকরা ভরসা রাখলেও রোহিত থেকে গিল, সকলেই ক্রিকেটটা খেলছেন ওডജিআই ফরম্যাটের মতো করে। প্রপার টেস্ট খেলিয়ে ক্রিকেটারের মতো করে নয়, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু করে দিয়েছে।