আসন্ন রঞ্জি মরশুমের আগে দ🐷িল্লি ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হলেন শরণদীপ স🔯িং। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার তথা প্রাক্তন জাতীয় নির্বাচকের হাতে নতুন মরশুমের জন্য দায়িত্ব তুলে দিল দিল্লি ক্রিকেট সংস্থা। ডিডিসিএ-র তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি শরণদীপকে নতুন কোচ হিসেবে বেছে নেয়।
শরণদীপ দেবাং গান্ধীর জায়গায় দিল্লি ক্𝐆রিকেট দলের দায়িত্ব নিলেন। দেবাংয়ের কোচিংয়ে গতবছর দিল্লি ইতিবাচক পারফর্ম্যান্স উপহার দেয়। তবে ব্যক্তিগত কারণে তিনি এবছর দায়িত্বে বহাল থাকতে পারবেন না।
হেড কোচ বদল হলেও বদলাচ্ছে না দিল্লির দুই সহকারী কোচ। শরণদীপের অধীনে দিল্লির ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন বান্টু সিং এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ভি অরবিন্দ। সেই সঙ্গে দিল্লির সিনিয়র দলের মেন্টর নিযুক্ত করা হয়েছে দু'জনকে। সীমিত ওভারের ক্রিকেটে দিল্লির মেন্টরের ভূমিকায় দেখা যাবে অতুল ওয়াসানকে। লাল বলের ক্রিকেটে দিল্লির মে🦄ন্টর হচ্ছেন রবিন সিং জুনিয়র।
দিল্লি ক্রিকেট সংস্থার ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য সুরিন্দর খান্না, নিখিল চোপড়া ও অঞ্জলি মালহোত্রার সামনে নতুন হেড ক🧸োচের জন্য ২টি বিকল্প ছিল। শরণদীপ ও দিল্লির প্রাক্তন কোচ কেপি ভাস্করের মধ্য থেকে প্রথমজনকেই বেছে নেয় ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি।
আরও পড়ুন:- IND vs BAN 1st Test: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়ꩵা দাওয়াই শাস্ত্𝓰রীর
শরণদীপের ক্রিকেট কেরিয়ার
শরণদীপ সিং ভ༒ারতের হয়ে মোট ৩টি টেস্ট ও ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে ১০টি ও ওয়ান ডে ক্রিকেটে ৩টি উইকেট নিয়েছেন তিনি।
শরণদীপ দিল্লি ও পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। আইপিএল খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। মোট ৯২টি ফার্স্ট💛 ক্লাস ম্যাচে মাঠে নেমে শরণদীপ সাকুল্যে ৩১৪টি উইকেট নিয়েছেন। ৭৭টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে তিনি সংগ্রহ করেন ৯৭টি উইকেট। ১০টি টি-২০ ম্যাচে শরণদীপের সংগ্রহ ১১টি উইকেট। ফার্স্ট কജ্লাস ক্রিকেটে ৭টি ও লিস্ট-এ ক্রিকেটে ১টি হাফ-সেঞ্চুরি রয়েছে শরণদীপের।
অন্যদিকে দিল্লি ক্রিকেট সংস্থা সিনিয়র দলের নতুন নির্বাচক প্রধান নিযুক্ত করে গুরশরণ সিংকে। তিনিও দিল্লি ছাড়াও প♔ঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। পঞ্জাবের রঞ্জি ট্রফিজয়ী দলের ক্যাপ্টেন ছিলেন গুরশরণ। এছাড়া জাতীয় দলের হয়ে ১টি টেস্ট ও ১টি ওয়ান ♎ডে খেলেছেন তিনি।
জাဣতীয় নির্বাচক হওয়ার𝓡 জন্য ৬০ বছরের বয়ঃসীমা থাকলেও রাজ্য সংস্থার ক্ষেত্রে তেমন কোনও বাধ্য বাধকতা নেই। তাই ৬১ বছরের গুরশরণের দিল্লির নির্বাচক প্রধান হতে বাধা নেই।