আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হয়েছে। এবং এরপরে টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হবে তা নিয়ে একটানা আলোচনা চলছিল। গৌতম গম্ভীরের নাম শুরু থেকেই আলোচনায় ছিল এবং অবশেষে ৯ জুলাই ভারতীয় ক🅠্রিকেট কন্ট্রোল 💯বোর্ড (BCCI) আনুষ্ঠানিকভাবে গৌতম গম্ভীরের নাম প্রধান কোচ হিসাবে ঘোষণা করে।
আরও পড়ুন… Euro 2024 Semi Final ESP vs FRA Match Live: পি🗹ছিয়ে গিয়েও ২-১ গোলে জ💛িতল স্পেন
এখন ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার বিষয় হল, কাকে কাকে দেখা যাবে গম্ভীরꦆের কোচিং স্টাফের তালিকায়। এই লিস্টে কাদের নাম যুক্ত হবে সেটাই এখন দেখার। রাহুল দ্রাবিড়ের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি. দিলীপ। মিডিয়া রিপোর্ট অনুসারে, কলকাতা নাইট রাইডার্সের অভিষেক নায়ারকে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের সঙ্গে দেখা যেতে পারে। মনে করা হচ্ছে অভিষেক নায়ার যোগ দিতে পারেন। টি. দিলীপ𓄧 ফিল্ডিং কোচ হিসাবে দলের সঙ্গে যুক্ত থাকবেন।
আরও পড়ুন… Lionel🌄 Messi’s bodyguard:ඣ দেখে নিন লিওনেল মেসির ভয়ঙ্কর বডিগার্ডকে! জানেন তাঁর বেতন কত?
অভিষেক নায়ার দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাথে যুক্ত। চল্লিশ বছর বয়সি নায়ার ২০০৯ সালে টিম ইন্ডিয়ার হয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কেকেআর-এ নায়ার এবং গম্ভীরের মধ্যে পেশাদার সম্পর্ক খুবই দৃঢ়। নায়ার তার কাজের নৈতিকতার জন্য বেশ বিখ্যাত এবং গম্ভীরও একইরকম সঙ্গী খুঁজছেন। অভিষেক নায়ার সহকারী কোচ হিসাবে টিম ইন্ডিয়াতে যোগ দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে,🦄 কারণ গম্ভীর নিজেই ব্যাটিং কোচের ভূমিকা পালন করতে পারেন।
এছাড়াও ফিল্ডিং কোচ টি দিলীপকে নিয়ে আলোচনা চলছে এবং মনে কর𒀰া হচ্ছে যে তিনি ফিল্ডিং কোচ হিসাবে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হবেন। বোলিং কোচ হিসেবে দুজনের নাম আলোচিত হচ্ছে, প্রাক্তন ফাস্ট বোলার বিনয় কুমার বা লক্ষ্মীপতি বালাজিকে এই ভূমিকায় দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, বোলিং কোচের জন্য BCCI চায় টিম ইন্ডিয়াতে একজন হাই-প্রোফাইল কোচ যোগ দিন। এখন গম্ভীরের কোচিং স্টাফের সঙ্গে কাদের নাম যুক্ত হয় তা দেখার বিষয়। অভিষেক নায়ারের কথা বলতে গেলে, টিম ইন্ডিয়ার ওডিআই এবং টেস্ট অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর রসায়নও খুব ভালো।