ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের কেরিয়ারের শ♑ুরুটা মনে রাখার মতো হয়নি মোটেও। শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজ হারের পরে এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইওয়াশ হতে হয় গম্ভীরের প্রশিক্ষণꦰাধীন ভারতীয় দলকে।
এমন আবহে অন্য একটি পরিসংখ্যান 🌱সামনে উঠে আসছ♏ে, যার সঙ্গে সংযোগ টানা হচ্ছে ভারতের ৩ ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রসঙ্গকে। আসলে কোচ হিসেবে গম্ভীরের ১০০ শতাংশ সাফল্য পাওয়া সম্ভব নয় কোনওভাবেই। তবে ভারতের ক্যাপ্টেন হিসেবে গম্ভীরের সাফল্য একশো শতাংশ।
গৌতম গম্ভীর নিজের ক্রিকেটার জীবনে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মোট ৬টি ওয়ান ডে ম্যাচে। গম্ভীরের নেতৃত্বে সেই ৬টি ওয়ান ডে ম্যাচেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারত যে ৬টি আন꧋্তর্জাতিক ম𓃲্যাচে জয় তুলে নেয়, তার মধ্যে ৫টি ওয়ান ডে ম্যাচ খেলা হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
২০১০ সালে ভারত সফরে এসে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার পাশাপাশি ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজেও মাঠে নামে নিউজিল্যান্ড। সেবার ড্যানিয়েল ভেত্তোরির নেতৃত্বে নিউজিল্যান্ড দল ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয় গম্ভীরের নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে। সুতরাং, নিউজিল্যান্ড এবার গম্ভীরের প্🐷রশিক্ষণাধীন ভারতীয় দলকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়ে সেই হারেরꦐ মধুর প্রতিশোধ নিল বলা যায়।
২০১০ সালের ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের ফলাফল
১🎃. গুয়াহাটিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৪০ রানꦑে হারিয়ে দেয় ভারত।
২. জয়পুরে সিরিজের দ্বিতীয় ওয়াꦅন ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটไে পরাজিত করে ভারত।
৩. ভদোদরায় সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে 🅷৯ উইকেটে পরাজিত করে ভারতꦓ।
৪. বেঙ্গালুরুতে সিরিজের চতুর্থ ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকไে ৫ উইকেটে হারিয়ে দেয় ভারত।
৫. চেন্নাইয়ে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডে ম্যাচ🅷ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে হোয়াইটওয়াশের বৃত্ত পূর্ণ করে ভারত।