মাত্র পাঁচ মাসেই মধুচন্দ্রিমা শেষ! পাকিস্তান কไ্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন গ্যারি কার্স্টেন, এমনটাই খবর ক্রিকবাজের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।
রবিবারই অস্ট্রলিয়া ও জিম্বাবোয়ে সফরের মোট চারটি সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। পিসিবি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের নতুন♎ ক্যাপ্টেন বেছে নিয়েছে মহম্মদ রিজওয়ানকে। সোমবারই প্রথম দফায় বেশ🐷 কিছু পাক তারকার মেলবোর্নে পৌঁছে যাওয়ার কথা। ওয়ান ডে স্কোয়াডের বাকি সদস্যদের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা মঙ্গলবার।
পাকিস্তান ক্রিকেট বোর🎃্ডের তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, সোমবার মেলবোর্নে পাকিস্তান দলের সঙ্গে𓃲 যোগ দেবেন কোচ গ্যারি কার্স্টেন। তবে ক্রিকবাজের খবর এই যে, সম্ভবত অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের সঙ্গে দেখা যাবে না গ্যারিকে। এমনকি জিম্বাবোয়ে সফরেও অনুপস্থিত থাকতে পারেন কার্স্টেন।
পাক ক্রিকেটারদের সঙ্গে দৃষ্টিভঙ্গির বিস্🌳তর তফাৎই এক্ষেত্রে বিশ্বকাপজয়ী কোচের কাজের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলে খবর। তাছাড়া গ্যারি হাই পারফর্ম্যান্স কোচ হিসেবে ডেভিড রিডকে নিয়োগের কথা বলেছিলেন। পিসিবি সেই অনুরোধে কান দেয়নি। বরং বোর্ডের তরফে বিকল্প কাউকে বেছে নেওয়ার কথা বলা হয়, যা গ্যারির কাছে গ্রহণযোগ্য মনꦦে হয়নি।
ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চার মাসেরও কম সময় পড়ে রয়েছে। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সীমিত ওভারের ক্রিকেটে✱ নতুন হেড কোচ খুঁজে নিতে হতে পারে। গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফির আগে বার বার কোচ বদল মোটেও ভালো খবর নয়।
ওয়ান ডে ও টি-২০'র জন্য পিসিবি তাড়াতাড়িই নতুন কোচে🐓র নাম ঘোষণা করতে পারে বলে খবর। এক্ষেত্রে চেনা লোকের হাতেই দায়িত্ব দিতে চায়𝐆 পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্ভবত পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেসপির হাতেই সীমিত ওভারের ক্রিকেটের ব্যাটন তুলে দিতে পারেন মহসিন নাকভিরা।
এছাড়া বিকল্প হিসেবে আকিব জাভেদের নামও শোনা যাচ্ছে পাক ক্রিকেটমহলে। এই মুহূর্তে আকিব পাকিস্তানের নির্বাচক হিসেবে কাজ করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ের জন্য নির্বাচক হিসেবে আক𓃲িবের ভূমিকা প্রশংসিত হচ্ছে। উল্লেখ্য, গ্যারি কার্স্টেন গত আইপিএলেও গুজরাট টাইটানস শিবিরের কোচিং স্টাফ ছিলেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগ শেষ হওয়ার পরে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলের দায়িত্ব নেন।