ভারতীয় দলের নয়া হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) সচিব জয় শাহ জানান, আধুনিক সময় দ্রুতগতিতে ক্রিকেটের পরিবর্তন হচ্ছে। আর সেটার সাক্ষী আছেন গম্ভীর। যিনি নিজের দীর্ঘ কেরিয়ারে সাফল্যের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আগামিদিনে টিম ইন্ডিয়া কীভাবে এগিয়ে যাবে, তা নিয়ে গম্ভীরের একেবারে স্বচ্ছ ধারণা আছে। সেই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক꧃্ষেত্রে গম্ভীরই উপযুক্ত ব্যক্তি বলে জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। তবে তাঁর সঙ্গে কতদিনের চুক্🦩তি হয়েছে, প্রাথমিকভাবে তিনি কতদিন দায়িত্বে থাকবেন, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি ও WTC- জোড়া স্বপ্নপূরণের লক্ষ্যে গম্ভীর
সূত্রের খবর, শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেবেন গম্ভীর। অর্থাৎ ভারতের হেড কোচ হিসেবে তাঁর প্রথম পরীক্ষা হতে চলেছে শ্রীলঙ্কায়। তারপর ঘরের মাঠে টেস্ট সিরিজও আছে। তবে বিশ্বপর্যায়ে গম্ভীরের প্রথম পরীক্ষা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যা আগামী বছর ফ꧂েব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আছে।
আর সেটার পরে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। প্রথম দুটি সংস্෴করণের ফাইনালে খেলার পরে আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। সেই জায়গাটা ধরে রেখেই ফাইন🅺ালে পৌঁছাতে চায় টিম ইন্ডিয়া। আর থার্ড টাইম ‘লাকি’ হয়ে টিম ইন্ডিয়া যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জিততে মরিয়া, তা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব।
গম্ভীরের প্রতিক্রিয়া
সরকারিভাবে ভারতীয় দলের হেড কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরে গম্ভীর বলেন, ‘ভারত হল আমার পরিচয়। দেশের হয়ে কাজ করতে পারার বিষয়টি আমার জীবনের সবথেকে বড় সুযোগ। (ভারতীয় দলে) ফিরতে পেরে সম্মানিত বোধ করছি। অবশ্যই এবার আলাদায় ভূমিকা ফিরে এসেছি। কিন্তু আগেও আমার যে লক্ষ্য ছিল, এখনও সেটাই থাকছে। আর সেটা হল যে꧋ প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন কাঁধে নিয়ে এগিয়ে চলে মেন ইন ব্লু। আর সেই স্বপ্নগুলি যাতে সত্যি হয়, তা নিশ্চিত করার জন্য আমার নিজের সবকিছু উজাড় করে দেব।’
আরও পড়ুন: ওডিআই এ🤪বং টেস্টে রোহিতই অধিনায়🍒ক, WTC ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঘোষণায় বোঝালেন জয় শাহ
KKR-র দায়িত্ব আর থাকছেন না গম্ভীর
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, যিনি ভারতীয় দলের হেড কোচ থাকবেন, তিনি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেক্ষেত্রেꦬ স্বার্থের সংঘাত হবে। আর সেই কারণে মেন্টর হিসেব🍬ে প্রথম মরশুমেই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএল চ্যাম্পিয়ন করার পরে সেই পদ ছাড়তে হল গম্ভীরকে। ২০২৪ সালে মেন্টর হিসেবে কেকেআরে যোগ দিয়েছিলেন তিনি। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন করেন।
একটি মহলে জল্পনা শুরু হয়েছে যে গম্ভীরের পরে কেকেআরের মেন্টর হতে পারেন রাহুল দ্রাবিড়। অর্থাৎ ফুটবলে যেমন সেই ‘সোয়াইপ ডিল’ হয়, সেরকম কিছু হতে পারে। কারণ দ্রাবিড় ভারতের হেড কোচ ছিলেন। আর কেকেআরের মেন্𒊎টর ছিলেন গম্ভীর। আর দ্রাবিড় যদি কেকেআরের মেন্টর হন, তখন ভারতীয় দলের হেড কোচ পদে থাকবেন গম্ভীর।