শুভব্রত মুখার্জি- আইপিএলের ইতিহাসে সফলতম দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। দুই ফ্র্যাঞ্চাইজি পাঁচটি করে আইপিএল ট্রফি জিতেছে। তারপরেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের দখলে রয়েছে দুটি শিরোপা। আর যার হাত ধরে এই সাফল্য এসেছে তিনি গৌতম গম্ভীর। এবার কেকেআরে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে। তবে তিনি ক্রিকেটার হিসেবে নয় এবার কেকেআরে ফিরছেন মেন্টর হয়ে। তবে তিনি ফেরার ﷺআগেই নাকি নেপথ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। গৌতম গম্ভীরের পরামর্শেই নাকি༒ আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে কেকেআর রিটেন করেছে! এমনটাই দাবি করেছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অজি তারকা টম মুডি।
টম মুডি ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘এই বছরটা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বছ🧸র তাদের পারফরম্যান্সের প্রতি নজর থাকবে বিশেষভাবে। কেকেআরের হয়ে তারা দুজনেই বছরের পর বছর অনবদ্য পারফরম্যান্স করেছেন। কেকেআরের যে সোনালি ইতিহাস রয়েছে এই দুই ক্রিকেটার সেই সোনালি ইতিহাসের সাক্ষী থেকেছেন। আমি মনে করি এই বছর আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে যে কেকেআর রিটেন করেছে তার নেপথ্যে রয়েছে গৌতম গম্ভীর। গম্ভীর খুব ভালোভাবে ওদেরকে চেনে। একসঙ্গে এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটারের সঙ্গে গম্ভীর খেলেওছে। আমি মনে করি এই বছর রাসেল এবং নারিনের থেকে সেরꦜা খেলাটা গম্ভীর বের করে আনতে পারবে।’
টম মুডি আরও যোগ করে বলেছেন, ‘আমার মনে হয় ২০২৪ সালটা একটু অন্যরকম কেকেআরকে আমরা দেখব। তাদের পারফরম্যান্স এবার একটু অন্যরকম হবে বলেই আমি আশা করছি। কারণ রাসেলের মতন ক্রিকেটারের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী ও খেলতে পারলে বিষয়টি অন্যরকম হবে। আমার ওদের স্কিল নিয়ে কোন সন্দেহই নেই। আমার রাসেলকে নিয়﷽ে যে চিন্তাটা রয়েছে তা হল ও শারীরিকভাবে মাঝেমধ্যেই চোটের সমস্যায় ভোগে।সেটা হলে খুব সমস্যায় পড়তে পারে কেকেআর। কারণ রাসেলকে নির্ভর করেই ও🎀রা দলটাকে সাজাবে। চোটের কারণে রাসেল বোলিংও খুব অনিয়মিত করেছে শেষ কয়েক বছরে। আর সেই কারণে অনেক ম্যাচেই নিজের পুরো কোটাও সম্পন্ন করতে পারেনি ও।’