শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্যভাবেই পরপর ম্যাচ জিতেছে ভারত। সেই সঙ্গে সিরিজেও লঙ্কানদের হোয়াইট ওয়াশ করে দিয়েছে ভারত। সিরিজ পকেটে পুড়েছে ৩-১ ফলে। এক একটা ম্যাচে, এক এক রকম টেকনিক রপ্ত করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁকে অধিনায়ক করে এনে যে গৌতম গম্ভীর বা অজিত আগরকর কোনও ভুল করেননি সেটা নিজের প্রথম সিরিজেই বুঝিয়ে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে খেলা এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে এমন কিছু অধিনায়কত্বের সিদ্ধান্ত তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সময়, যা দেখে দর্শকদের চক্ষুচড়কগাছ হয়ে গেলেও, সেই সিদ্ধান্ত ক্লিক করে যাওয়ায় সূর্যর প্রশংসায় পঞ্চমুখ সকলে। এরই মধ্যে সকলের আড়ালেই থাকার চেষ্টা করছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সূর্যর সাফল্যের দিকে ওকে কৃতিত্ব দিতে নিজেকে লাইম🐼লাইট থেকে একদম সরিয়ে রেখেছেন গৌতম গম্ভীর।
রাহুল দ্রাবিড় গত মাসের শেষে ভারতকে কোচ হিসেবে টি২০ বিশ্বকাপ জেতানোর পরই পদ থেকে অব্যাহতি নেন। পূর্ব অনুমান মতোই গৌতম গম্ভীরকে বসানো হয় সেই পদে। নাইট রাইডার্সের হয়ে আইপিএল জেতা মেন্টরকে সবরকম সাহায্য করেছিল বিসিসিআই। তাঁর পছন্দের কোচিং স্টাফ হিসেবে রায়ান টেন দুশখাতে, অভিষেক নায়ারদের দিয়েছে বিসিসিআই। শোনা যাচ্ছে, পরের সফরে মর্নি মরকেলকেও জুড়ে দেওয়া হতে পারে তাঁর সঙ্গে। এরই মধ্যে মন জিতে নিলেন গৌতি, সিরিজ জেতার পরেও লাইমলাইটের আলোয় যেতে চাইলেন না ভারতের দুবারের বিশ্বকাপজয়ী তারকা।
জাতীয় দলের কোচ হিসেবে এটাই ছিল গৌতম গম্ভীরের প্রথম সিরিজ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগে পকেটে পুড়ে নিলেও তৃৃতীয় ম্যাচ হারলে একটা লজ্জা লাগতোই, কারণ যতই হক দল যে এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন। রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব , ওয়াসিংটন সুন্দরদের অনবদ্য পারফরমেন্সে ম্যাচ জয়ের পর রিয়ান পরাগ, রিঙ্কু সিংদের হাতে ট্রফি দেন অধিনায়ক। এরপর রিঙ্কু, রিয়ানরাও গৌতম গম্ভীরকে মাঝখানে এসে জয় উদযাপন করতে বলেন কাপ নিয়ে, কিন্তু গৌতি আসতে রাজি হননি। বাকি সাপোর্ট স্ট🐻াফদের সঙ্গে একপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন টিম ইন্ডিয়ার হেডস্যার।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রিঙ্কু সিং তাঁর দিকে গেলেন, এরপর ফির🐬েও এলেন। কিন্তু গৌতি দাঁড়িয়ে থাকলেন বাকি সহকারি কোচিং দলের সঙ্গেই, যা মন জিতে নিয়েছে সকলের। সত🎃্যিই যে তিনি ক্রেডিট নিতে পছন্দ করেন না, সেটা প্রথম সিরিজেই বুঝিয়ে দিলেন গৌতি।