শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ভারতীয় ক্রিকেট দল। একটা সময় মনে হয়েছিল ম্যাচ কোনওভাবেই জেতা সম্ভব নয় ভারতের, সেখান থেকেই ম্যাচে ফেরে সূর্যকুমারের দল। শেষ দুই ওভারে চমক দেখান সূর্য। ১৯তম ওভারে রিঙ্কু সিংয়ের হাতে বল তুলে দিতেই দুই উইকেট নেন তিনি। এরপর শেষ ওভারে নিজে বোলিং করেও ২ উইকেট নেন, ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও মাস্টার স্ট্রোক দিয়ে ওয়াসিংটন সুন্দরকে দিয়ে বোলিং করিয়ে ম্যাচ নিজেদের নিয়নꦚ্ত্রণে আনেন ভারতের টি২০ অধিনায়ক। এরপর তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গম্ভীর, হার্দিক পাণ্ডিয়ারা।
আরও পড়ুন-কলকাতা লিগে টালিগঞ্💯জকে ৫ গোল মোহনবাগানের! হ্যাটট্রিক সুহেল ভাটের…
ভারতীয় দলের পরবর্তী টি২০ অধিনায়ক যার হওয়ার কথা ছিল, সেই হার্দিকই দলের জয়ꦑের পর বার্তা দিয়ে বলেন, ' অত তাড়াতাড়ি উইকেট হারানোর পর যেভাবে শুভমন আর রিয়ান পরাগ খেলেছে, সেটা অনবদ্য। আমরা বারবার পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের কথা বলে থাকি। তো সেই জায়গায় ওদের ইনিংস খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই পার্টনারশিপের জন্যই আমরা একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছাই যেখানে আমাদের বোলাররাও লড়াইয়ের জমি পেয়েছিল। আমি সব সময়ই মনে করি লোয়ার অর্ডারের কয়েকটা রানও খুব গুরুত্বপূর্ণ হয়। বিশেষ করে ওয়াসিংটন সুন্দরের ইনিংস এবং বিষ্ণৈয়ের ৮ রানটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল'।
আরও পড❀়ুন-আনোয়ার ইস্যুতে সুর নরম গোয়েঙ্কার, তাহলꦉে কি হতে পারে মিটমাট?
ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন, ‘কনগ্র্যাচুলেশন সকলকে। এই রকমই ফল হয় যখন আমরা খেলায় হাল ছেড়ে দি না। তাই এমন খেলাই চালাতে হবে। প্রত্যেক বল, প্রত্যেকꦇ রানের জন্য লড়াই করতে হবে। এই ধরণের উইকেটে সব সময় আরও ভালো খেলতে হবে। আমাদের আগে বুঝতে হবে এই ধরণের উইকেটে গড় স্কোর কত হতে পারে, নাহলে সমস্যা হবে। এই জয়টা খুব দরকার ছিল,আমরা সিরিজি জিতে নিয়েছি। টি২০ সিরিজের পর এবার ওডিআই সিরিজ শুরু হবে, সেখানে এই দলের অনেকে থাꦬকবে না। তাঁদের উদ্দেশ্য বলব, তোমরা গিয়ে বিশ্রাম নাও। টি২০ সিরিজে যখন বাংলাদেশের বিপক্ষে ফিরবে, তখন যেন তোমাদের ফিটনেস ভালো থাকে। এমন ভাবার কোনও কারণ নেই যে সিরিজ শুরুর কদিন আগে ওয়ার্ম আপ করলেই হয়ে যাবে, ফিটনেশের দিকে আর স্কিলের দিকে মনযোগ করতেই হবে তোমাদের। ’
আরও পড়ুন-ব্যাডমিন্টনে গ্রুপ টপার হয়ে কোয়ার্টারে স𝓰াত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি,দেখাচ্ছে পদকের স্বপ্ন
নয়া টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসা শোনা যায় হার্দিকের গলায়। তিনি বলেন, ‘সূর্যকুমার যাদব যেভাবে বোলারদের ব্য়বহার করেছে ঘুরিয়ে ফিরিয়ে সেটা অসাধারণ ছিল। ও বোলারদের ওপর ভরসা রেখেছে। বোলিং ইউনিটও আমাদের দুর্দান্ত পারফর্ম করেছে। ওয়াসিংটন সুন্দ𝐆র বিশেষ করে অনবদ্য ছিল। এই ধরণে জয় দলকে এগিয়ে নিয়ে যায়, আমরা যে সঠিক পথে রয়েছে সেটা বোঝা যায়। যꦍারা ওডিআই সিরিজে আছে তাঁদের বলছি, এই সিরিজও জিততে হবে ’।