কলকাতা লিগে দুরন্ত জয় পেল মোহনবাগান দল। নৈহাটি স্টেডিয়ামে পাঁচ গোল দিল সবুজ মেরুন ফুটবলাররা। কলকাতা লিগে মোটেই শুরুটা ভালো হয়নি বাগানের। অধিকাংশ ম্যাচেই তাঁরা পয়েন্ট নষ্ট করেছিলেন। সিনিয়র দল যেখানে এক বিদেশিকে নিয়েই ডুরান্ডে জয় দিয়ে অভিযান শুরু করেছিলেন সেখানে কখনও ভবানীপুর, কখনও রেনবোর সঙ্গে পয়েন্ট নষ্ট করছিলেন রাজ বাসফোর, অভিষেক সূর্যবংশীরা। অবশ্য সিনিয়র দলের কোচ কলকাতায় আসার দুদিনের মধ্যেই এবার নিজেদের উজার করে দিলেন ফুটবলাররা। প্রতিযোগিতার মান আইএসএলের ধারে কাছে না থাকলেও দল অবশেষে জিতল টলিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। হ্যাটট্রিক করলেন সেই মোহনবা꧙গানের নয়নের মণি সুহেল ভাট, যতই দিন যাচ্ছে যেন আরও ক্🎐ষুরধার হয়ে উঠছেন কাশ্মীরি এই ফুটবলার।
আ🌊রও পড়ুন-রাউন্ড অফ সিক্সটিন বলে নয়, আমার ফোকাস সব ম্যাচে নিজের সেরাটা দেওয়াঃ বললেন🌺 মনিকা
মোহনবাগানে খেলতে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। জুনিয়র দল থেকে গতবার সিনিয়র দলের হয়েও কয়েকটা ম্যাচে খেলেছিলেন। ছটফটে এই ফুটবলারকে গুড বুকে রেখেছিলেন খোদ অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবারের কলকাত💜া লিগেও গোলের মধ্যে ছিলেন। ডুরান্ড কাপেও যখন দল গোলের খোঁজে ছিল, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই কাশ্মীরি স্ট্রাইকার । নিজের হোমটাউনের দল ডাউনটাউন হিরোজের বিপক্ষে গোল করে মোহনবাগানকে ডুরান্ড কাপে এনে দিয়েছিলেন প্রথম ম্যাচে জয়। এবার কলকাতা লিগেও সেই ছন্দ বজায় 🍎রাখলেন বাগানের এই তরুণ স্ট্রাইকার।
আরও পড়ুন-ফুটবল খেলতে খেলতেই ব্যবস𒉰ায় নামছেন কিলিয়ান এমবাপে! বিনিয়োগ করবেন ফ্রান্সের ক্লাবে…
প্রথমার্ধে টানা আক্রমণ করতে থাকেন বাগান ফুটবলাররা। খেলা ছিল গোলশূন্য লেমন ব্রেকের আগে। তবে কর্নার কাজে লাগাতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করে ফেলেন টালিগঞ্জ ফুটবলার প্রীতম খাটুয়া, এগিয়েꦯ যায় বাগান। এরপর ৫⛄৮ মিনিটে অনেকটা দৌড়ে গিয়ে দুরন্ত প্লেসিংয়ে গোল করে যান সুহেল ভাট। তার কিছুক্ষণ পরই মোহনবাগান ফুটবলারকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় মোহনবাগান, সেখান থেকে গোল করে যান সেই সুহেল ভাট।
আরও পড়ুন-আগামী অলিম্পꦬিক্সেও পদক জিততে চাই!দেশকে ব্রোঞ্জ পদক এনে বললেন সরবজ্যোৎ সিং, ভিডিয়ো
মোহনবাগানের জার্সিতে কলকাতা লিগে এরপর হ্যাটট্রিক পূরণ করেন সুহেল। ৬৯ মিনিটে রবি বাহাদুর রানার দুরন্ত পাস থেকে গোলের সামনে বল পান সুহেল, সেখান থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বাগানের এই স্ট্রাইকার। ৭৫ মিনিটে মোহনবাগান ডিফেন্ডার সৌরভের কাঁধে লেগে বাগানের গোলে বল জড়িয়ে যায়, ১ গোলে ব্যবধান কমায় টালিগঞ্জ। ম্যাচের অন💦্তিম লগ্নে মোহনবাগানের হয়ে পঞ্চম গোলটি করেন সালাহ। বাঁপায়ের অনবদ্য শটে বল জালে জড়িয়ে দেন এই উইংগার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।