টম কোহলার-ক্যাডমোরের ‘টেস্ট’ ইনিংসের জন্য রোষের মুখে পড়লেন কুমার সাঙ্গাকারা। শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে যখন রাজস্থান রয়্যালসকে ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হচ্ছিল, তখন ওপেনিংয়ে নেমে ক্যাডমোর ১৬ বলে মাত্র ১০ রান করার পরেই সাঙ্গাকারাকে আক্রমণ শানিয়েছেন নেটিজেনদের একাংশ। বিশেষত রাজস্থানের সমর্থক এক খুদের কান্নার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে♐ যাওয়ার পরে ক্ষোভের মাত্রা আরও বেড়েছে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে সাঙ্গাকারাদের স্ট্র্যাটেজির জন্য ওই খুদেকে কাঁদতে হয়েছে। যদিও ম্যাচের পরে ক্যাডমোরকে দোষারোপ করেননি সাঙ্গা🌜কারা। বরং পাওয়ার প্লে'তে যে রান তুলেছিল রাজস্থান, তাতে সন্তোষপ্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ক্রিকেটার।
যদিও ক্যাডমোর বা সাঙ্গাকারার উপর রোষের মাত্রা কমেনি। দেশের জন্য খেলতে জোস বাটলার চলে যাওয়ার পরে রাজস্থানের প্রথম একাদশে ঢুকলেও সেভাবে দাগ কাটতে পারেননি ক্যাডমোর। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৩ বলে ১৮ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরর বিরুদ্ধে 🐼১৫ বলে করেন ২০ রান।আর চেন্নাইয়ে 💮দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৬ বলে ১০ রান করেন।
শুক্রবার বল তো নষ্ট করেছেন, স্ট্রাইক রোটেটও করতে পারছিলেন না ক্যাডমোর। যশস্বী জয়সওয়াল ছন্দে থাকলেও তাঁকে নন-স্ট্রাইকার এন্ডে থাকতে হচ্ছিল। ফলে ক্যাডমোর যেমন হতাশ হয়ে পড়ছিলেন, তেমন বিরক্তির মাত্রা বাড়ছিল যশস্বীর। দু'জনের খেলায় তার প্রভাব পড়ে। শেষপর্যন্ত ক্যাডমোর যখন আউট হন, তখন রাজস্থানের স্কোর ছিল চার ওভারে এক উইকেটে ২৪ রান। অ🤡থচ চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকে ভালো শুরু করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
নেটিজেনদের রোষের মুখে ক্যাডমোর এবং সাঙ্গাকারা
সেই সুযোগটা ক্যাডমোর নষ্ট করায় ইংরেজ তরুণের পাশাপাশি রাজস্থানের হেড কোচ সাঙ্গাকারাও রোষের মুখে পড়েছেন। এক নেটিজেন বলেছেন, ‘আপনি একটা বাচ্চা মেয়েকে কাঁদিয়েছেন কুমার সাঙ্গাকারা। একজন বিদেশির প্♍রতি আপনার এই প্রেমের কারণে আমাদের এরকম লজ্জাজনকভাবে (আইপিএল থেকে) ছিটকে যেতে হল।' অপর একজন বলে𒆙ন, ‘কেশব মহারাজকে বসিয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন কুমার সাঙ্গাকারা। উলটে ক্যাডমোরকে খেলালেন।’
আরও পড়ুন: কার꧑ পরামর্শে শাহবাজকে ই𒊎মপ্যাক্ট প্লেয়ার করা হল! রহস্য ফাঁস করলেন SRH ক্যাপ্টেন প্যাট কামিন্স
এক নেটিজেন আবার দাবি করেছেন যে পাকিস্তান সুপার লিগের পারফরম্যান্স দেখে যেন কোনও খেলোয়াড়কে আইপিএলে না নেওয়া হয়। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ২০২৪ সালের আইপিএলের সবথꦺেকে জঘন্য ওপেনার হলেন টম কোহলার-ক্যাডমোর। বিসিসিআইয়ের উচিত যে পাকিস্তান সুপার লিগের খেলোয়াড়দের আইপিএলে আনা উচিত নয়। জোস বাটল🎃ারের সঙ্গে ওঁর কোনওভাবেই তুলনা করা যায় না।’
আরও পড়ুন: IPL 2024 RR vs𒉰 SRH: ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? হারের কারণ তুলে ধরলেন সঞ্জু স্যামসন