টি২০ বিশ্বকাপ শুরুর আগেই বড় বার্তা দিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা। এক সময় তিনি যখন বল করত𝓡েন, বড় বড় তারকারাও হিমসিম খেয়ে যেতেন সামাল দিতে। যেমন সুইং, তেমন ছিল বলে ভ্যারিয়েশন। প্রতিপক্ষ শিবির অজি তারকার বোলিং বুঝে উঠতে উঠতেই ২০০৩ বিশ্বকাপ জিতে নেয় ব্যাগি গ্রিন্সরা। সেই গ্লেন ম্যাকগ্রাথই ভারতীয় বোলিং লাইন আপ নিয়ে বড় বার্তা দিয়ে দিলেন। যতই ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ থাকুক না কেন, তাঁকে কিন্তু সাপোর্ট করার তেমন বোলিং পার্টনার নেই টিম ইন্ডিয়ায়, সেকথাই স্পষ্ট আকারে বলে দিলেন এই অস্ট্রেলিয়ান তারকা, আর কথাটা যে ১০০ শতাংশ খাঁটি, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-মার্শের দরকার পড়লে নেবে পরামর্শ𒉰! আমি🌸 তো রাজি, হঠাৎ কেন বললেন কামিন্স?
আইপিএলে দুরন্ত ছন্দে দেখা গেছিল জসপ্রীত বুমরাহকে, কিন্তু টি২০ বিশ্বকাপ অন্য মঞ্চ, আরও কঠিন। আইপিএলে একা ২০ উইকেট নিয়েও দলের দশম স্থানে শেষ করা আটকাতে পারেননি বুমরাহ, টি২০ বিশ্বক♛াপে তিনি যতই ভালো পারফরমেন্স ꧋করুন না কেন, তাঁকে সাপোর্ট দেওয়ার মতো বোলার কোথায়? এই প্রশ্নই তুলে দিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা। তার কথায়, ‘আমরা দেখলাম স্টার্কও আইপিএলের শেষের দিকে ছন্দে ফিরেছে। বুমরাহ এমন একজন বোলার, যাকে টি২০ ফরম্যাটেও ব্যাটাররা হিট করতে পারে না সহজে। অস্ট্রেলিয়াকে জিততে গেলে স্টার্ককে ভালো বল করতে হবে, কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা আলাদা। বুমরাহর ওপর অনেক কিছু নির্ভর করলেও, ওকে সাপোর্ট দিতে হবে বাকি বোলারদের। কিন্তু ওর পাশে ভালো বোলিং করার কে আছে? ’।
অর্শদীপ সিংকে দিয়ে বুমরাহর সঙ্গে বোলিং ওপেন করালে একটা রাইট-লেফট বোলিং জুটির বৈচিত্র আসবে। কিন্তু সেখানেও সমস্যা হতে পারে ভারতের, মনে করছেন গ্রেন ম্যাকগ্রা। অজি তারকার মতে, ‘বুমরাহ খুব ভালো ছন্দে আছে, ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছে, সব মানছি। ব্যাট𒆙ারদের সামনে রাইট হ্যান্ড - লেফট হ্যান্ড জুটি হবে, কিন্তু ভালো বোলিংও করতে হবে। কারণ টি২০তে নিজেকে তৈরি করার জন্য বেশি সময় পাওয়া যায় না। ম্যাচে যদি এক বা দু ওভার নিজেকে ওয়ার্ম আপের জন্য নিতে যাও, তাহলেই খেলা শেষ হয়ে যাবে। তাই ওপেনিংয়ে ভালো বোলিং কম্বিনেশন থাকলেই একমাত্র ধারাবাহিকভাবে ভালো খেলা এবং ট্রফি জেতা সম্ভব ’।
আরও পড়ুন-রাতে অনু♏শীলন, দিনে ঘুম, কি যে হবে! টাইম জোন নিয়ে বেজায় সমস্যায় ব্ল্যাক ক্যাপসরা
এক্ষেত্রে অবশ্য গ্লেন ম্যাকগ্রাথ খুব যুক্তিপূর্ণ কথাই বলেছেন, কারণ মহম্মদ শামির অনুপস্থিতি ভারতীয় দলের জন্য মোটেই ভালো খবর নয়। আর মহম্মদ সিরাজ বা অর্শদীপ সিংয়ের আইপিএলে ইকোনমি রেটও বুমরাহর মতো ভালো ছিল না। বুমরাহ স্লগ ওভারে বোলিং করে যেমন উইকেটও নিয়েছেন, তেমন ইকোনমিও তাঁর কম। ফলে এই অবস্থায় ভারতকে ১১ বছরের আইসিসির ট্রফির খরা কাটাতে๊ গেলে সিরাজ-অর্শদীপদেরও বাড়তি ভূমিকা নিতেই হবে।