চলতি মাসেই বসছে আইপিএলের নিলাম পর্ব। এবারের নিলাম হবে বিদেশে✤র মাটিতে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে নিলামে নাম উঠবে বিদেশি ক্রিকেটারদের। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি নাম জমা পড়েছে দঃ আফ্রিকার থেকে। এছাড়ও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজেরও অনেক ক্রিকেটারই এবারের আইপিএলের নিলামে নিজেদের ভাগ্য যাচাই করবেন।
দল থেকে বাদ পড়েন গ্লেন ম্যাক্সওয়েল-
আইপিএলের রিটনেশন লিস্টে আরসিবি রাখেনি অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে। দীর্ঘদিন এই ফ্র্যাঞ্চাইজিতে খেললেও তাঁকে খারাপ পারফরমেন্সের জন্য ছাঁটাই করে দেওয়া হয়। এবার তিনি ফের নিলামে উঠতে চলেছেন। এই আবহেই এবার ম্যাক্সওয়েল🐈 জানাচ্ছেন, তাঁকে দল থেকে বাদ দেওয়া হলেও কোচ আলাদাভাবে তার সঙ্গে কথা বলেছিলেন।
বিরাট, রজত এবং যশকে রিটেন আরসিবির-
গত মাসের ৩১ তারিখের মধ্যেই সব ফ্র্যাঞ্চাইগুলিকে রিটেনশন তালিকা প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিল বিসিসিআই। সেই মতো সব দলই নিজেদের সেরা পছন্দ অনুযায়ী ক্রিকেটারদের রি🅰টেন করে নেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফ থেকে রিটেন করা হয় বিরাট কোহলি, রজত পতিদার এবং যশ দয়ালকে। ছেড়ে দেওয়া হয় ম্যাক্সওয়েলসহ বাকি ক্রিকেটারদের। বাদ পড়েন ফ্যাফ ডুপ্লেসিও।
স্টার্ককে না রাখার কারণ জানায়নি কেকেআর-
তবে অন্যান্য দল বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স যখন মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার পরেও তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। অথচ গত আইপিএলের কোয়ালিফায়ার এবং ফไাইনালে দুরন্ত বোলিং করেছিলেন আইপিএলের সব থেকে দামি ♏ক্রিকেটার মিচেল স্টার্কই। সেদিক থেকে ম্যাক্সওয়েলের বিদায়টা সুন্দর হয়েছে। কারণ তাঁর সঙ্গে ভালোভাবেই কথা বলে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা জানায় আরসিবি।
৩০ মিনিট কথা হয় ম্যাক্সওয়েলের সঙ্গে-
এবার গ্লেন ম্যাক্সওয়েল জানাচ্ছেন, তাঁকে দল থেকে বাদ দেওয়া হলেও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট এবং কোচ অ্যা🅷ন্ডি ফ্লাওয়ার। ম্যাক্সওয়েল বলছেন, ‘আমায় অ্যান্ডি ফ্লাওয়ার এবং মো বোবাট জুম কল করেছিল। সেখানেই আমায় বোঝানো হয়েছিল ঠিক কি কারণে আমায় রিটেন করতে পারেনি দল। এটা খুব সুন্দর এক বিদায়ী বৈঠক ছিল আমাদের। প্রায় আধ ঘন্টা কথা হয় আমাদের, কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেসব নিয়ে ’।
আরও পড়ুন-হঠাৎই অবসরের সিদ্ধান্ত ঋদ্ধিমান সাহার! শেষ হবে এক যুগের! কবে শেষ ম্যাচ? জেনে নি🍨ন
স্টাফেও পরিবর্তন আনবে আরসিবি-
ম্যাক্সওয়েল আরও বলছেন, ‘ সব দলই যদি এভাবে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের বিদায় জানায় তাহলে বোধহয় সম্পর্কটা আরও ভালো থাকবে। আরসিবি শুধু ক্রিকেটারদেরই সরিয়ে দিয়েছে🌱 তা নয়, বেশ কয়েকজন স্টাফকেও তাঁরা সম্ভব সরিয়ে দিচ্ছে। আমার সঙ্গে আরসিবির যাত্রা শেষ হয়ে গেছে, এমনটা মনে করিনা। আমি আবারও ফিরতে পারলে খুশিই হব। তবে ওরা একটা ভারতীয় ব্রিগেডকে নিয়ে কোর টিম তৈরি🐠 করতে চেয়েছিল, সেটাই করেছে ’।
১২৬৬ রান রয়েছে ম্যাক্সওয়েলের আরসিবির জার্সিতে-
প্রসঙ্গত ২০২১ সালে তাঁকে ১৪.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল আরসিবি। এরপর ২০২১ এবং ২০২২ সালটা এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহিলকে সঙ্গে নিয়ে দুরন্ত কেটেছিল ম্যাক্সওয়েলের। কিন্তু ২০২৪ সালের কথা যত কম বলা যা🅷য় ততই ভালো। কারণ ১০ ম্যাচে তিনি করেছিলেন মাত্র ৫২ রান। যদিও আরসিবির হয়ে ৫২ ম্যাচে ১২টি অর্ধশতরানের পাশাপাশি ১২৬৬ রান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের।