বল হাতে তিনি ছিলেন রাজা। ক্রিকেটের সর্বকালের সেরা স্পিনার তিনি। তাকে বল দেওয়া হলেই মনে করা হতো এবার পড়তে চলেছে উইকেট। বিশ্বের এমন কোন ব্যাটসম্যান ছিল না যে তার বল স্বাচ্ছন্দ্যে খেলতে পারতো। তবে বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পড়লোক গমন করেন। এবার সেই শেন ওয়ার্নকে নিয়েই বক্সিং ডে টেস্টের আগে বিশেষ মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি বলেন যে তিনি ওয়ার্নকে প্রচন্ড মিস করছেন এবং তি☂নি তাঁকে চিরকাল মনে রাখবেন। পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে ওয়ার্নের সঙ্গে তিনি একসময় প্রচুর ক্রিকেট খেলেছেন এবং বহুবার তার শিকারও হয়েছেন।
আগামীকাল, অর্থাৎ ২৬ ডিসেম্বর, মেলবোর্নꦺে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়ার মনোবল তুঙ্গে। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে হলে পাকিস্তানকে জিততে হবে এই টেস্ট ম্যাচ। তবে ম্যাচের আগে অস্ট্রেলিয়া কিংবদন্তি বোলার শেন ওয়ার্নকে নিয়ে একটি বিশেষ বার্তা দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। ফক্স ক্রিকেটের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটি ভাইরাল করা হয়, যেখানে স্মিথকে বলতে শোনা যায় যে তিনি ওয়ার্নকে প্রচন্ড মিস করছেন।
স্মিথ বলেন, 'সকল দর্শক বন্ধুদের ও ক্রিকেটপ্রেমীদের আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা ও প্রীতি। আমার জীবনের একটা লম্বা সময় এই মাঠে কেটেছে। এই সময়ের মধ্যে আমায় সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতিতে ফেলেছে শেন ওয়ার্ন𝕴। ওর বল খেলতে আমার খুব সমস্যা হতো। আজ এক বছর হয়ে গিয়েছে, ও আমাদের ছেড়ে চলে গেছে তবুও আজও ওকে আমি একই ভাবে মিস করি। তাই সবাই সময় মতো হার্ট চেকআপ করান।'
পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে, শুধু তিনি নন ওয়ার্নকে সকলেই ভালোবাসেন এবং গোটা অস্ট্রেলিয়াও তাকে মিস করে। তিনি বলেন, 'শুধু আমি নই পুরো অস্ট্রেলিয়াবাসি ওয়ার্নিকে খুব ভালোবাসে। ওকে আজও লোকে মনে করে। আগাম🎉ীকাল বক্সিং ডে টেস্ট। আপনারা সকলেই মাঠে যান। আনন💧্দ করুন। খেলা দেখুন এবং অবশ্যই শেন ওয়ার্নকে মনে রাখুন।' প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই মুহূর্তে চালকের আসনে অস্ট্রেলিয়া। তবে সিরিজ হাতছাড়া হয়নি পাকিস্তানেরও। এখনো সুযোগ রয়েছে কামব্যাক করার।