নতুন রেকর্ড তৈরী করলেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। বয়স ২৩ হওয়ার আগে সর্বাধিক সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে, টপকে গেলেন পাকিস্তানের বাবার আজমকে। গুরবাজের ব্যাটিংয়ের উপর ভর করে প্রথমবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে জয়লাভ করল আফগানিস্ဣতান। শুধু তাই নয় প্রথমবার আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম ৫ দলের মধ্যে কাউকে সিরিজে পরাজিত করল আফগানরা।
শুক্রবার শারজায় সাউথ আফ্রিকা-আফগানিস্তান ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল। সেখানেই প্রোটিয়া বোলারদের যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দেন গুরবাজ। ১১০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর শতরানജের সুবাদে ৫০ ওভারে ৩১১ রান তোলে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে অলডাউন হয়ে যায় সাউথ আফ্রিকা। এর আগে প্রথম ওডিআই ম্যাচেও ৬ উইকেটে জয় পেয়েছিল আফগানিস্তান। গতকালের জয়ের ফলে ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতে নিয়ে সিরিজ পকেটে করে নিয়েছে গুরবাজরা। রবিবার সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান।
শুক্রবার শতরান করে রহমানউল্লাহ গুরবাজ ছুঁলেন বিরাট কোহলিকে। ২৩ বছর বয়স হওয়ার আগে কোহলির ওডিআই ফরম্যাটে ৭টি শতরান ছিল, গুরবাজ সেই রেকর্ডই স্পর্শ করলেন। অন্যদিকে পাকিস্তানের বাবার আজম ২৩ বছর হওয়ার আগে ৬টি শতরান করেছিলেন ওডিআই ফরম্যাটে। রবিবারের ম্যাচে যদি গুরবাজ ফের শতরান করেন তাহলে ছুঁয়ে ꦆফেলবেন ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডু🐽লকর এবং সাউথ আফ্রিকার কুইন্টন ডি'কককে। এই দু’জন ক্রিকেটারই ৮টি করে শতরান করেছিলেন বয়স ২৩ ছোঁয়ার আগে।
রহমানউল্লাহ গুরবাজ বর্তমানে তাঁর দেশের হয়ে সর্বাধিক শতরান করা ক্রিকেটার। শুধুমাত্র শতরান নয়, শুক্রবারের ম্যাচে রিয়াজ হাসানের সঙ্গে গুরুত্বপূর্ণ ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন প্রথম উইকেটের জন্য তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত গুরবাজ যতক্ষণ ক্রিজে ছিলেন তাঁর চোখে আত্মবিশ্বাস ছিল ভরপুর।&nꦡbsp;তিনি এদিনের ম্যাচে মোট ১০টি চার এবং ৩টি ছক্কা মেরেছিলেন। তবে শুধু গুরবাজ꧅ নয় আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রহমত শাহ এবং আজমতউল্লাহ ওমরজাই। দু’জনে ব্যাট হাতে যথাক্রমে ৫০ এবং ৮৬ রান করেন, নটআউট ছিলেন ওমরজাই।