টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম রাউন্ড অর্থাৎ গ্রুপ স্টেজ থেকেই তাঁদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। দায়িত্ব নিয়ে প্রথম বড় প্রতিযোগিতাতেই ব্যর্থ ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন। দঃ আফ্রিকার এই 🍒কোচ ২০১১ সালে ভারতীয় দলে𒉰র দায়িত্বে ছিলেন। এবারেও আইপিএলে কোচিং করিয়েছেন। সেখান থেকে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেন। কিন্তু দায়িত্ব নিয়ে তিনি দেখতে পেয়েছেন, দলে কোনও ঐক্যবদ্ধতা নেই, কেউ কাউকে সমর্থন করে না, এমনই দাবি করেছিলেন তিনি। এরপরই তাঁর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
আরও পড়ুন-ভিড꧂িয়ো-নেপালের বিরুদ্ধে নিয়মভঙ্গ শাকিবের, ড্রেসিং রুমের পরামর্শে DRS, শুরু বিতর্ক
সম্প্রতি পাকিস্তান দল টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর গ্যারি কার্স্টেন বলেছিলেন, ‘পাকিস্তান দলের মধ্যে কোনও ঐক্য বলে কিছু নেই। তাঁরা এটাকে দল বলে, কিন্তু এটা কখনই একটা দল নয়। কেউ কাউকে সমর্থন করছে না। সবাই একে অপরের থেকে আলাদা। আমি এর আগে অনেক দলের সঙ্গে কাজ করেছি, কিন্তু এমন দল এর আগে কখনও দেখিনি ’। উল্লেখ্য ভারতের সঙ্গে তাঁরা যে গ্রুপে ছি🌺ল সেখানে আর কোনও বড় দল ছিল না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় তাঁরা, এরপর আর নিজেকে চুপ রাখতে পারেননি কার্স্টেন, বলেই ফেলেছেন আসল সত্যিটা।
আরও পড়ুন - সুপার ৮-এ নামার আগে ফিলগুড মেজাজে কোহলিꦅ-হার্দিকরা, খেললেন বিচ ভলিবল!দ🌃েখুন ভিডিয়ো
ভারতের বিশ্বকাপজয়ী কোচকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে দেখে তাঁকে বড় বার্তা দিলেন তাঁর কোচিংয়ে খেলা হরভজন সিং। ট্যুইট করে তিনি বলেছেন, ‘গ্যারি তুমি ওখানে সময় নষ্ট করো না। ভাꦅরতে চলে এসে কোচের দায়িত্ব নাও। গ্যারি কার্স্টেন আমার দেখা বিরল, সৎ এবং অসম্ভব ভালো একজন কোচ এবং মেন্টর। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতের কোচ, সেই 🎶দলের সকলের খুব প্রিয়। আর গ্যারি সত্যি স্পেশাল ’।
আরও পড়ুন-ATP Ranking-♍এ কেরিয়ারের সেরা ৭১ নম্বরে সুমিত নাগাল, ৬ ধাপ উঠ꧅ে টপকালেন লিয়েন্ডারের নজির
উল্লেখ্য পাকিস্তান ক্🃏রিকেটে কোন্দল রয়েছে বেশ কয়েক মাস ধরেই। শাহিন আফ্রিদিকে অধিনায়ক পদ থেকে সরানো, আজম খানকে দলে নেওয়া এসব বিতর্কে মাঝেই কোচের দায়িত্ব নেন গ্যারি। আর দায়িত্ব নিয়েই তিনি বুঝতে পারছেন, ঠিক কি ফাঁপরে তিনি পড়েছেন। আর ভারতীয় দলে অর্থ, পরিকাঠামো, অসাধারণ ক্রিকেটার থাকা পরেও তাঁদের তেমন বড় কোচ নেই। রাহুল দ্রাবিড়ের পর সেই পদের জন্য এখনও কাউকে চূড়ান্ত করেনি বিসিসিআই, তাই কার্স্টেন ভারতের দায়িত্ব নেওয়ার আবেদন জানালেন ভাজ্জি।