বোর্ডের পদক্🅷ষেপকে স্বাগত জানালেন, তবে দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ কুমার। আন্তর্জাতিক ক্রিকেটারদের সকলকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এই নীতিকে সমর্থন করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। তবে নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রবীণ। যাতে নিয়মের ফাঁক গলে কেউ বেরোতে না পারে, সেটা নিশ্চিত করাও জরুরি বলে দাবি প্রাক্তন পেসারের।
বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে মাঠে নামেননি ইশা🐻ন কিষাণ, শ্রেয়স আইয়াররা। বিসিসিআই বিষয়টিকে হালকাভাবে নেয়নি। ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকায় ইশান ও শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় বোর্ড। বোর্ডের এমন কঠোর পদক্ষেপে ক্রিকেটারদের কাছে জোরালো বার্তা পৌঁছবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চাপে পড়ে শ্রেয়স মুম্বইয়ের হয়ে রঞ্জির সেমিফাইনাল ও ফাইনালে মাঠে নামেন।
তবে ঘরোয়া ক্রিকেট না খেলা সত্ত্বেও কেন্দ্রীয় চুক্তিতে হার্দিক পান্ডিয়ার নাম থ꧅াকার বিষয়টিকেই বোর্ডের দ্বিচারিতা বলে মনে হয়েছে প্রবীণের। শুভঙ্কর মিশ্রর সঙ্গে ইউটিউব চ্যানেলে আলোচনার সময় প্রবীণের দাবি, নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। তিনি বলেন, ‘হার্দিক পান্ডিয়া কি চাঁদ থেকে নেমে এসেছে? তাহলে ওর জন্য আলাদা নিয়ম কেন? বোর্ডের উচিত ছিল ওকেও ধমকানো।’
তাছাড়া হার্দিক পান্ডিয়ার শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নামার বিষয়টিও ভালো চোখে দেখছেন না প্রবীণ। টেস্ট খেলবেন🔯 না, শুধু টি-২০ ম্যাচে মাঠে নামবেন, পান্ডিয়ার এমন আবদারকে বোর্ডের আমল দেওয়া উচিত নয় বলে মনে করেন প্রাক্তন তারকা। তিনি বলেন, ‘তিন ফর্ম্যাটেই মাঠে নামো। তুমি কি ৬০-৭০টা টেস্ট খেলে ফেলেছ যে, এখন শুধু টি-২০ খেলবে? দেশের তোমাকে দরকার। যদি টেস্ট খেলতে না চাও,🔜 তবে লিখে দাও সেটা।’
আ🎉রও পড়ুন:- PSL 2024: পিএসএলে ইতিহাস বাবর আজমের, ৫০💫০ টপকে ভাগ বসালেন রিজওয়ানের রেকর্ডে
প্রবীণ কুমꦯার একই আলোচনায় ভারতীয় ক্রিকেটের তারকা প্রথার বিরুদ্ধেও সরব হন। এক্ষেত্রে তিনি গৌতম গম্ভীরের মতামতকে সমর্থন করেন। প্রবীণের দাবি, ভারতীয় ক্রিকেটে নায়ক-বন্দনার সংস্🀅কৃতি নতুন নয়। বরং ৮০-র দশক থেকেই এটা চলে আসছে। প্রবীণের মতে, এদেশে কখনও কখনও ক্রিকেটাররা ক্রিকেট খেলাটার থেকেও বড় হয়ে দাঁড়ান।
উল্লেখ্য, প্রবীণ কুমার ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ভারতের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওয়ান ডে ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৭টি, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮টি উইকেট নিয়েছেন তিনি। প্রবীণ কুমার ১১৯টি♛ আইপিএল ম্যাচেও মাঠে নেমেছেন।