শুভব্রত মুখার্জি:- লাল বলের ক্রিকেটে কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। তাদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীতদের ভারতীয় দল। আট উইকেটে সেই টেস্ট জয়ের পরে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। যদিও শেষ পর্যন্ত হারতে হয়েছিল ভারতীয় দলকে।ফলে সিরিজও হেরে যায় তারা। ফলে গুরত্বহীন হয়ে পড়েছিল তꦕৃতীয় ম্যাচটি। আর এই ম্যাচেই ভারতীয় দলকে রীতিমতো পর্যুদস্ত করে জয় ছিনিয়ে নিল অজিরা। ফলে ৩-০ তে হোয়াইটওয়াশ হতে হল ভারতীয় দলকে। আর এই সিরিজেই ভারতীয় ক্যাপ্টেন হিসেবে এক♑ লজ্জার নজির গড়লেন হরমনপ্রীত কৌর।
তিন ম্যাচে ব্যাট হাতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। আর তার ফলেই গড়ে ফেলেছেন এক লজ্জার নজির। তিন ম্যাচে তিনি করেছেন মোট ১৭ রান। ৩ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে যা ভারত অধিনায়ক হিসেবে সর্বনিম্ন রান। আর এই অনাকাঙ্ক্ষিত কৃতিত্ব অর্জন করেছেন হরমনপ্রীত। তিনি প্রথম ম্যাচে ৯ , দ্বিতীয় ম্যাচে ৫ এবং তৃতীয়♐ এবং শেষ ম্যাচে ৩ রান করেছেন হরমনপ্রীত কৌর। সবমিলিয়ে করেছেন ১৭ রান। আর এই পারফরম্যান্স করেই লজ্জাতে ডুবতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনকে।
তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে রীতিমতো দুরমুশ করেছে অজিরা। ১৯০ রানের বিরাট ব্যবধানে জিতেছেন অ্যালিসা হিলিরা। ভারতীয় ব্যাটাররা একেবারে কোনও রকম লড়াই ছাড়াই করেছেন আত্মসমর্পণ। প্রথমে ব্যাট করে অজিরা সাত উইকেটে ৩৩৮ রান করেন। ফিবি লিচফিল্ড ১১৯ রান🍰ের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে ভারতীয় দল অল আউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন স্মৃতি মন্ধনা। হরমনপ্রীত কৌর ১০ বলে মাত্র তিন রান করে আউট হয়েছেন ম্যাচে। ওয়েরহ্যামের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে এদিন আউট হয়ে যান ভারতের ক্যাপ্টেন।