মোটের ওপর ভালোই দল গুছিয়ে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। যে যার মতো করে পছন্দ মতো দল গঠন করেছে। অনেকের হাতে আবার পার্স ভ্যালু কম থাকায় তাঁরা সাধ্য মতোই দল গুছিয়ে নিয়েছে, দলে একাধিক তারকাকেই তাঁরা নিতে পারেনি। প্রাক্তন চ্যাম্পিনয়ন দল গুজরাট টাইটানস নিজের মতো করেই এবারে তাঁদের দল সাজিয়েಌ ন🙈িল।
গতবার অধিনায়ক বদলের পর দলের খেলায় ব্যাপক প্রভাব পড়ে। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে শুভমন গিলের অধিন🌸ায়কত্বে যে একটা বড় পার্থক্য রয়েছে সেটাই বুঝতে পারা গেছিল। প্লে অফে পৌঁছাতে পারেনি তাঁর আগের দ💎ুবারের ফাইনালিস্টরা। এবার তাই আঁটঘাঁট বেঁধেই নিলামে এসেছিলেন টাইটান্সদের টিম ম্যানেজমেন্টের কর্তারা।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজ♐ালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
গুজরাট দলে আগেই রিটেন করা হয়েছিল শুভমন গিল, রশি🌳দ খান, রাহুল তেওয়াতিয়াদের। এবার শাহরুখ খানদের সঙ্গেই গুজরাটে যোগ দিলেন দঃ আফ্রিকার পেসার কাজিসো 🐬রাবাদা, ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা এবং নিশান্ত সিন্ধু। ব্যাটার মহিপাল লোমরোরকেও দলে নিল গুজরাট।
আরও পড়ুন-ICC চ্যাম্পি🔴য়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
এছাড়াও গিট🦄িতে গেলেন, কুমার কুশাগ্রা, অনুজ রাওয়াত, মানব সুতার, জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার ওয়াসিংটন সুন্দর। তিনি সানরাইজার্সে তেমন সুযোগ না পাওয়ায় দল ছেড়েছিলেন। এছাড়াও দঃ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি, আর্শাদ খান, গুরনুর ব্রার, শেরফান রাদারফোর্ড, ইশান্ত শর্মা, স্পিনার জয়ন্ত যাদবরা।
Video- বিরাট কোহলির ছ🗹য়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর ꧋মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
স্কোয়াড আরও শক্তিশালী কারণ রয়েছಌেন সাই কিশোর, কুলবন্ত খেজরোলিয়া, নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস এবং আফগান স্পিনার করিম জানাত। মোটামুটি গুজরাটের এবারের প্রথম একাদশ ভালোই হতে চলেছে, তা বলা যায়।