প্রথম টি২০🥀 ম্যাচে দঃ আফ্রিকাকে ৬১ রানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে শতরান করেছিলেন সঞ্জু স্যামসন। যদিও ওপেনার অভিষেক শর্মা ব্যর্থই ছিলেন। দ্বিতীয় ম্যাচে বরুণ চক্রবর্তী একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেনඣ। কিন্তু ভারতীয় দলের খারাপ ব্যাটিংয়ের পর আবেশ খান শেষদিকে নার্ভ ধরে রাখতে পারেননি। সেই সুযোগ জেরাল্ড কোয়েতজিরা জয়ের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই🅰 স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
টিম ইন্ডিয়ার একাদশে পরিবর্তন?
ভারতীয় ক্রিকেট দল গত ম্যাচে কিছুটা অপ্রত্যাশিতভাবেই হেরে যায় দঃ আফ্রিকার বিরু🍃দ্ধে। আর সিরিজ জিততে গেলে তৃতীয় টি২০ ম্যাচে সূর্যকুমার যাদবের দলকে জিততেই হবে। সেই লক্ষ্যে বুধবার তাঁরা মাঠে নামছে। তবে গত ম্যাচের দল♈ই কি এই ম্যাচে ধরে রাখবে দল? নাকি আসবে কোনও পরিবর্তন? একঝলকে সম্ভাব্য প্রথম একাদশ।
উইকেটে পেস থাকবে, বাউন্সি হবে পিচ-
তৃতীয় টি২০ ম্যাচ হচ্ছে সেঞ্চুরিয়নে। এখানেই উইকেট গত ম্যাচের ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমতোই ফাস্ট আর বাউন্সি হবে। ফলে টিম ইন্ডিয়ার ব্যাটারদের বাউন্সি উইকেটে খেলার যে অদক্ষতা গত ম্যাচে প্রকাশ পেয়েছিল, তার থেকে বেরোতে হবে। নাহলে আরও একবার বড় ধাক্কা পেতে পারে টিম ইন্ডিয়া। কারণ বাস্তবিক চিত্র যদি দেখা যায় তাহলে ভার♔তের তুলনায় দঃ আফ্রিকার পেসারদের গতি এবং দক্ষতা গত ম্যাচে বেশি দেখা গেছে।
আরও পড়ুন-ODI ক্রিকℱেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই🎉 জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
অভিষেক শর্মা বারবার ফ্লপ-
টিম ম্যানেজমেন্টের সব থেকে চিন্তার কারণ অভিষেক🌌 শর্মার ফর্ম। আইপিএল দেখে তাঁকে জামাই আদর করে দলে নেওয়া হলেও তিনি একেবারে ফেল। যোগ্যদের বঞ্চিত করে তাঁকে সুযোগের পর সুযোগ দিয়েই যাচ্ছে ভারতীয় দল। প্রতিভাব দোহাই দিয়ে। আর তিনি জিম্বাবোয়ের বিপক্ষে একটা ম্যাচে শতরানের পর টানা বড় দলের বিরুদ্ধে ব্যর্থ হয়েই চলেছেন। ফলে তিনি মরিয়া থাকবেন ম্যাচে রান পেতে।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BC🦄CIকে চরম বার্তা পাকিস্তানের…
দলে একাধিক স্ট্র্যাটেজিক পরিবর্তন-
এই ম্যাচে কিছুটা ঝুঁকি নিয়ে সঞ্জু স্যামসনের পাশে তিলক বর্মাকে খেলিয়েও দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রমনদিপ সিংকে কিছুটা ব্যাটিং অর্ডারে ওপরে আনা হবে। প্রথম ম্যাচে আর্শদীপ সিং ১ উইকেট নিয়েছিলেম ২৫ রান দিয়ে, অথচ দ্বিতীয় ম্যাচে তিনিই দিয়েছেন ৪১ রান, নিয়েছেন সেই ১ উইকেটই। আবেশ খানও চাইবেন নিজের 🌄ছন্দে ফিরতে, নাহলে যশ দয়াল, বিজয়কুমার ভাইশাকদেরও অভিষেক করাতে পারে টিম ম্যানেজমেন্ট।
দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ-
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রমনদীপ সিং, রিঙ্কু সিং, হ🐲ার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, যশ দয়াল, রবি বিষনৈ এবং আবেশ খান। অর্থাৎ সম্ভাব্য দলে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেটা হল আর্শদীপ সিংয়ের জায়গায় দলে আসতে পারেন বাঁহাতি পেসার যশ দয়াল।