এবারে একাধিক দলই অধিনায়ক ক্রিকেটারদের দল থেকে আইপিএলের নিলামের আগে ছেড়ে দিয়েছে। তাই অকশন লিস্টে তারকা প্লেয়ারদের ছড়াছড়ি। হেজেলউড থেকে গ্লেন ফিলিপস, আর্শদীপ সিং থেকে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজ। বহু ক্রিকেটার এবারের আইপিএলের নিলামে ১০ কোটির গণ্ডি পেরিয়া যাবেন। অনেক ফ্র্যাঞ্চাইজিই অলআউট যেতে 💦পারে টার্গেট করা ক্রিকেটারদের জন্য।
আরও পড়ুন- 🦩IPL নিলামের আগেই ব্꧑যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
আগামী আইপিএলের আগে একাধিক ক্রিকেটারের দিকে নজর থাকবে আইপিএলের নিলামে। ভারতীয় দলে খেলা এবং আইপিএলে অধিনায়🉐কত্ব করা লোকেশ রাহুল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ারদের পেতে টাকা♏র থলি নিয়েই ঝাঁপাতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশিদের মধ্যে স্টার্ক, উইল জ্যাক, জোস বাটলার, ডেভিড মিলার যে বড় দাম পাবেন, তা বলাই যায়।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে🅰 অবস্থা সরফরাজের!
১. ঋষভ পন্ত- এই ক্রিকেটারকে নিতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই 🥀সুপার কিংস এবং পঞ্জাব꧅ কিংস শিবির। তাঁর ক্যাপ্টেন্সি এবং আকর্ষণীয় ব্যাটিংই সবার নজরে রেখেছে তাঁকে। দিল্লিও তাঁকে ফেরাতে পারে, তাঁর দাম ২০ কোটি পর্যন্ত উঠকা পারে।
২. শ্রেয়স আইয়ার- কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দলকে চ্যাম্পিয়ন করে ছেড়ে দিয়েছেন। এবার তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে দিল্লি ক্যাপিটালস শিবির। সেক্ষেত্রে তাঁর জন্যেও ২০ কোটি টাকা প্রয়োজনে তারও বে🌳শি খরচ করতে পারে দিল্লি।
৩. লোকেশ রাহুল- গতবার আইপিএলে ভালো দাম পাওয়া এবং তিন মরশুমে ১🥃৪০০র ওপর রান করা এই অধিনায়কের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারও এবারের আইপিএলে বড় অঙ্কের দাম পেতে পারেন। ১৫ কোটির গণ্ডি আবারও হয়ত পেরোবেন।
আরও পড়ুন-‘ওকে খেলা অসম্ভব’! টেস্ট সিরিজ শুরুর আগে ট্রা🃏ম্প কার্ড বুমরাহকে ন🅷িয়ে সতর্ক অজিরা
৪. ইশান কিষান- মুম্বই ইন্ডিয়ান্সের এই বাঁহাতি ওপেনারকে ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স দল ১৫.২৫ কোটি টাকায় কিনলেও তিনি তেমন পারফরমেন্স দেখাতে পারেননি, তবে তাতে🍰ও তিনি⛦ এবারে ১০ কোটির গণ্ডি টপকাতে পারেন।
৫. যুজবেন্দ্র চাহাল- আইপিএলে যে ধরণের উইকেটে খেলা হয়, তাঁর জন্য যথেষ্ট ভালো যু𓄧জবেন্দ্র চাহাল। তাই রাজস্থান ছাড়লেও বড় অঙ্কে তাঁ𝓀কে দলে নিতেই পারে অন্য ফ্র্যাঞ্চাইজি।
৬. আর্শদীপ সিং- আইপিএলে নিলামে💦র টেবিলে নজর থাকবে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের ওপর। আন্তর্জাতিক টি২০তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলারের জন্য কেকেআর সহ অনেক দলই টারাপ ঝুলি নিয়ে অপেক্ষা করছে। কারণ বাঁহাতি পেসার দলে থাকলে ভারসাম্য বাড়ে।
৭. মহম্মদ শামি- ভারতীয় দলের এই স্পিডস্টার ১ বছর পর ফের আইপিএলে খেলতে চলেছেন, তাঁকে ১১-১২ কোটি টাকাও দেওয়ার মতো মনে করেনি গুজরাট টাইটানস কর্তৃপক্🐭ষ। সেই শামি এবারে ১০ কোটি♎ পেরোতে পারে নিলামে।
আরܫও পড়ুন-অদম্য জꦓেদ! বৃষ্টির জন্য মাঝপথেই নেট অনুশীলন থামালেন বাকিরা! কিন্তু নেট ছাড়লেন না কোহলি…
৮. মিচেল স্টার্ক- অজি পেসার গতবারের আইপিএলের সব থেকে দামি ক্🐬রিকেটার ছিলেন। ২৪.৫০ কোটি টাকা নিয়েছিলেন, সুদে আসলে পুশিয়েও দিয়েছিলেন।এবার তিনিও বড় বিড পেতে চলেছেন। ꦏকমপক্ষে ১৫ কোটির, বলে মনে করা হচ্ছে।
৯. জোস বাটলার- রাজস্থান রয়্যালস দল জোস বাটলারকে দলে না রাখলেও এমন ব্যাটার যিনি ওপেনিং থেকে ম্যাচ ফিনিশ সব পারেন সঙ্গে অধিনায়কত্ব-উইকেটকিপিং, তাঁকে পেতে ১০ কোটির গণ্ডি সহজেই যে পেরিয়ে যাꦐবে তা বলাই বাহ♑ুল্য।
১০. রাচীন রবীন্দ্র- গতবার আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন এই ব্যাটার। পারফরমেন্স তাঁর তেমন চোখে লাগার মতো না হলেও, বাঁহাতি স্পিনটাও করতে পারে তিনি। ফলে বৈচিত্র থাক𓆏ায় তাঁকে বড় দর দিতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।