পার্থ টেস্ট প্রথম থেকেই যেন নাটকে পরিপূর্ণ ছিল। টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল যে ভাবে ১৫০ রানে অলআউট হয়ে যায়, তারপ💫রে টিম ইন্ডিয়ার ভক্তেরা মাথায় হাত দিয়েছিলেন। তারা অনেকেই ভেবেছিলেন এবার🌱 হয়তো ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের রিপিট টেলিকাস্ট হতে চলেছে। তবে বল হাতে দারুণ পারফর্ম করে বুমরাহ অ্যান্ড কোম্পানি। দারুণ ভাবে ম্যাচে ফিরে আসে তারা। কিন্তু কী করে এই অসম্ভবটা সম্ভব হল? কী করে এভাবে ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া? এই বিষয় নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ার।
পার্থের পিচ নিয়ে কী বললেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার?
ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার ব্যাখ্যা করেছিলেন যে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর ভারতীয় দল কীভাবে ঘুরে দাঁড়াল। এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর✱েছেন গৌতম গম্ভীরের ডেপুটি। 7Cricket-এ কথা বলার সময় অভিষেক নায়ার বলেন, ‘আমি মনে করি প্রথম ইনিংসে ফাস্ট বোলারদের জন্য অনেক বেশি সহায়তা ছিল। এবং আমিও বুঝতে পারছিলাম যে যশস্বী অস্ট্রেলিয়ায় তার প্রথম খেলা খেলছে। কিছুটা সময় লাগবে। প্রথম ইনিংসের পরে তার সঙ্গে কথা বলি, চেষ্টা করেছিলাম তার সমস্যা গুলোকে ঠিক করার। বিষয়টা মূল্যায়ন করেছিলান এবং আমাদের গেমপ্ল্যান অনুযায়ী খেলেছিলাম। আমরা দীর্ঘ ইনিংস খেলার জন্য অনেক বেশি প্রস্তুত ছিলাম।’
আরও পড়ুন… IND vs AUS 1st Test ಌ3rd Day: ৫৩৪ রান তাড়া করতে নেমে ১২ রানে তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, চা♈লকের আসনে ভারত
কোথা থেকে ঘুরে গেল ম্যাচ? জানালেন গৌতম গম্ভীরের ডেপুটি-
অধিনায়ক এবং পেস স্পিয়ারহেড জসপ্র꧟ীত বুমরাহ কীভাবে ১৫০ অলআউটের পরে ড্রেসিংরুমে ভারতীয় খ🎃েলোয়াড়দের অনুপ্রাণিত করেছিলেন, অভিষেক নায়ার বলেছিলেন, ‘আচ্ছা আমি মনে করি যখন দল সমস্যায় থাকে তখন একটা নেতৃত্ব দেওয়ার দলকে সামনে এগিয়ে আসতে হয়। আমাদের গৌতি ভাই (গৌতম গম্ভীর), বুমরাহ এবং আমি সেটাই করেছিলাম। WACA-তে অনুশীলনের সময়ে আমরা বিশ্বাস করেছিলাম যে এটি আমাদের জন্য দুর্দান্ত প্রস্তুতি ক্যাম্প হয়ে ছিল এবং আমরা সেখানে বুঝতে পেরেছিলাম যে আপনি যদি সঠিক জায়গায় বল করতে পারেন তাহলে আপনি সাফল্য পাবেন। এমনটা করলে অস্ট্রেলিয়া, বিশেষ করে পার্থে, আপনি সহায়তা পেতে পারেন। আমরা জানতাম যে আমাদের কী ধরণের আক্রমণ আছে, আমরা যদি প্রথম দিকে উইকেট তুলতে পারি, তবে জিনিসগুলি আমাদের পরিকল্পনা মতো হবে। সেই কারণেই অধিনায়ক এগিয়ে যান এবং তিনি ৩ উইকেট তুলে নেন। গতি পেয়ে যাই আমরা। কখনও কখনও আপনার এমনটা প্রয়োজন হয়। আমার মনে হয় এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াই।’
আরও পড়ুন… IND vs AUS: ১৫টি টেস্টে ১৫৬৮ রান! ডন ব্র্যাডম্যানের 🌠ক্লাবে জায়গা করলেন যশস্বী জয়সওয়াল
দেখুন কী বললেন অভিষেক নায়ার-
আরও পড়ুন… IND vs AUS: জাতীয় পতাকার প্রতি এমন অসম্মান ভারত কখনও ম🥃ানবে না: ‘ভারত আর্মি’-র উপর চটলেন সুনীল গাভাসকর
এগিয়ে রয়েছে ভারত-
অধিনায়ক রোহিত শর্মা পার্থে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁর স্কোয়াডে যোগদানের বিষয়ে অভিষেক নায়ার বলেন, ‘আমরা খুব আশাবাদী যে সে শীঘ্রই এখানে আসবে, সে তার প্রস্তুতি শুরু করবে এবং শীঘ্রই তাকে দেখতে পাব।’ প্রথম ইনিংসে শূন্যের পর যশস্বী জয়সওয়াল দ্বিতীয💙় ইনিংসে দারুণ পারফর্ম করেন এবং ২৯৭ বলে ১৬১ রানের ইনিংস খেলেন। তৃতীয় দিনের খেলা শেষে ভারত এই মুহূ্র্তে ৫২১ রান এগিয়ে রয়েছে। এই ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে ৫২২ রান করতে হবে। তবে তাদের হাতে রয়েছে মাত্র সাত উইকেট। এই অবস্থায় বেশ চাপে রয়েছে টিম অস্ট্রেলিয়া, অন্যদিকে এই ম্যাচে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া।