বিশ্বকাপে চোট থাকা সত্ত্বেও দেশের হয়ে রেকর্ড ভাঙা বোলিং করেছেন মহম্মদ শামি। ২০২৩ বিশ্বকাপের পর থেকে মহম্মদ শামি অনেক টুর্নামেন্ট মিস♔ করেছেন। অনেকই মনে করছে যে অস্ট্রেলিয়া সফরেও অবশ্যই দল তাঁকে মিস করবে। কিন্তু শামির একটা পোস্ট তাঁর ভক্তদের মনে নতুন করে তাঁকে দেখতে পাওয়ার আশা জাগিয়েছে। আসলে রঞ্জি ট্রফি খেলতে মাঠে নামার আগে আবেগঘন পোস্ট ๊করেছেন মহম্মদ শামি। ভক্তরা তাঁকে আবার অ্যাকশনে দেখতে মরিয়া বলে মনে করা হচ্ছে। আসলে ক্রিকেট মাঠে ফিরতে প্রস্তুত ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে তিনি কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচই খেলেননি।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবেন মহম্মদ শামি
রঞ্জি ট্রফিতে মধ্যপ্র𓆉দেশের বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে নামবেন মহম্মদ শামি। প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন মহম্মদ শামি। তবে এখন তাঁর ফিটনেস পরীক্ষা হবে রঞ্জি ট্রফিতে। এবার শামির সঙ্গে চোটের উদ্বেগ না থাকলে তিনি অবশ্যই টিম ইন্ডিয়াতে ফিরবেন বলে মনে করা হচ্ছে। মহম্মদ শামি তাঁর পোস্টে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক༺ ক্রিকেটের শক্তি নিয়ে ফেরার জন্য তিনি রঞ্জিতে প্রবেশ করেছেন।
ছবি শেয়ার করেছেন মহম্মদ শামি
তারকা বোলার মহম্মদ শামি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিমানবন্দরের ছবি শেয়ার করেছেন। তিনি এই পোস্টে লিখেছেন, ‘ব্যাক ইন অ্যাকশন, ৩৬০ দিন অনেক লম্বা সময় ছিল। আমি রঞ্জি ট্রফির জন্য পুরোপুরি প্রস্তুত। একই আবেগ ও শক্তি নিয়ে ঘরোয়া মঞ্চে ফিরব। সমস্ত ꧟ভক্তদের তাদের ভালবাসা, সমর্থন এবং অনুপ্রেরꦕণার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখি মরশুমটিকে স্মরণীয় করে রাখতে পারি কিনা।’
বিশ্বকাপে রেকর্ড ভাঙা বোলিং করেছেন
বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়ার জন্য দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। ফাইনাল ম্যাচে ভারতীয় দলের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টে মহম্মদ শামির ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল প্রতিপক্ষ দলগুলোতে। মাত্র সাত ম্যাচে ২৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন মহম্মদ শামি। এই সময়ে শামি তিনবার ৫ উইকেট এবং 𓃲একবার চার উইকেট নিয়েছিলেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করে ছিলেন শামি। এই সময়ে তিনি ৭ উইকেট নিয়েছিলেন। এখন রঞ্জিতে বাংলার হয়ে মহম্মদ শামি কেমন খেলেন সেটাই দেখার বিষয়। এই পারফরমেন্সের উপরেই তাঁর ভারতীয় দলের দরজা খোলার চাবিটি লুকিয়ে আছে বলে সকলে মনে করেন।