ইংল্যান্ড সফরে কি রোহিত-কোহলিরা কি দলে জায়াগা পাবেন? এই বিষয়ে মুখ খুললেন না গম্ভীর। তিনি বললেন, ‘আমি নির্বাচক নই’। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আসন্ন ইংল্যান্ড সফরের জন্য রোহিত শর্মা ও বিরাট কোহলির নির্বাচনের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তিনি বলেছেন, কোচ হিসেবে তার কাজ একাদশ নির্বাচন করা, দল নির্বাচন নয়।
২০ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ গম্ভীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর সিরিজ হারের পর এটি তার কোচিং কেরিয়ারের জন্য একটি ‘মেক অর ব্রেক’ মুহূর্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
টেস্টে সাম্প্রতিক ফর্ম বিবেচনায়, রোহিত ও কোহলির পারফরম্যান্স হতাশাজনক। কোহলি অস্ট্রেলিয়া সফরে ৯ ইনিংসে করেছিলেন মাত্র ১৯০ রান, যার মধ্যে একটি শতরান ছিল পার্থে। অন্যদিকে, রোহিত এতটাই বাজে খেলেন যে সিডনির শেষ টেস্টে তাকে দলে রাখা হয়নি। যদিও, সেই সময় রোহিত বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’ এবং দলে না থাকাটা দলের স্বার্থেই নেওয়া সিদ্ধান্ত ছিল।
আরও পড়ুন … চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরেই রেফারিদের দিকে আঙুল তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক
গম্ভীর এবিপি নিউজ সামিটে বলেন, ‘দল নির্বাচন করা কোচের কাজ নয়, তা নির্বাচকদের কাজ। কোচের কাজ নির্ধারিত স্কোয়াড থেকে সেরা একাদশ নির্বাচন করা। এই ভুল ধারণা দূর করা উচিত যে কোচই দল নির্বাচক।’ তিনি আরও বলেন, ‘নির্বাচকরা পাঁচজন থাকেন। তাদেরই নির্বাচন করার দায়িত্ব। তারা এলে আরও ভালোভাবে এ বিষয়ে বলতে পারতেন।’
আরও পড়ুন … মাঠেই ফের রেগে গেলেন শুভমন গিল! আবারও আম্পায়ারের সঙ্গে GT ক্যাপ্টেনের ঝামেলা
‘রোহিত-কোহলি ২০২৭ বিশ্বকাপে খেলতে পারেন’- গম্ভীর
গম্ভীর আরও বলেন, পারফর্ম করলে রোহিত ও কোহলি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেন। বয়স এখানে কোনও বাধা নয়, ধারাবাহিক পারফরম্যান্সই মুখ্য। ভারতীয় দলের কোচ আরও বলেন, ‘যতদিন পারফর্ম করছেন, ততদিন তাঁরা খেলতেই পারেন। কখন শুরু করবেন, কখন শেষ করবেন — সেটা খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ তাদের থামাতে পারে না।’
আরও পড়ুন … আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল SRH! কামিন্সদের জয়ের স্বপ্ন ভেস্তে দিল বৃষ্টি
গম্ভীর বলেন, ‘আপনি যদি ৪০ বা ৪৫ বছরেও পারফর্ম করেন, তাও আপনি খেলতেই পারেন। ২০২৭ বিশ্বকাপে খেলা সম্পূর্ণ তাদের নিজের সিদ্ধান্ত। পারফরম্যান্সটাই শেষ কথা।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ছিলেন ভারতের শীর্ষ রান সংগ্রাহকদের একজন। পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন একটি শতরান ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস। অন্যদিকে, রোহিত শর্মা ভারতকে প্রতিটি ম্যাচে দুর্দান্ত সূচনা এনে দেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৩ বলে ৭৬ রান করেন।