সদ্যই গাঁটছড়া বেঁধেছেন। আইনি ভাবে সই সাবুদ সেরে নতুন জীবন শুরু করেছেন অভিষেক বসু এবং শার্লি মোদক। প্রিয় বন্ধুর সঙ্গে বিয়ের কিছুদিনের মধ্যেই মধুচন্দ্রিমায় গেলেন ফুলকির স্যার। কিন্তু কোথায়?
আরও পড়ুন: ব্রা পরেন না উরফি! কারণ ফাঁস করে বললেন, 'ওটা পরলে নিজেকে...'
কী ঘটেছে?
এদিন অভিষেক বসু একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি এবং শার্লি পাহাড়ে রয়েছেন। সেখানে তাঁরা দেশি কালাকার গানটিতে একটি রিল বানিয়েছেন। আর সেই রিলে উঠে এসেছে নিজেদের আদুরে, মিষ্টি মুহূর্ত। রয়েছে নাচ, বলিউডি কায়দায় একে অন্যের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত। বাদ যায়নি পাহাড়ের অপরূপ শোভা।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে ফুলকির স্যার ক্যাপশনে বেশ কিছু ইমোজি দেন, সেখানে প্লেন, লাল হৃদয়, পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ে তাঁদের কখনও রং মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছে, তো কখনও বলিউডি স্টাইলে স্লিভলেস ব্লাউজ দিয়ে শাড়ি পরে থাকতে দেখা গিয়েছে শার্লিকে। যদিও তাঁর মধুচন্দ্রিমায় পাহাড়ে গেলেও, কোন জায়গায় গিয়েছেন সেট খোলসা করেননি।
অভিষেক, শার্লির বিয়ে
সাতপাকে বাঁধা পড়েছেন শার্লি মোদক এবং অভিষেক বসু। গত ২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। বিয়ের ২ দিনের মাথায় বরের জন্য আবেগঘন বার্তা লিখলেন শার্লি মোদক। শার্লি মোদক অভিষেকের উদ্দেশ্যে লেখেন, ‘ কিছু সম্পর্ক, কিছু বন্ধন কয়েক শব্দ, ভাষায় বোঝানো যায় না, যেমনটা আমাদের। তাই ২৯ এপ্রিল আমরা ঠিক করলাম যে এই সম্পর্ককে একটা নাম দেব। আমি তোমায় খুব ভালোবাসি, সব কিছুর জন্য ধন্যবাদ আমার হাসবেন্ড অভিষেক বসু। ধন্যবাদ ঈশ্বর। ধন্যবাদ ইউনিভার্স।’
আরও পড়ুন: ৬ ঘণ্টা ধরে অপারেশন! আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ
অভিষেক বসু এবং শার্লি মোদক সাতপাকে ঘোরা, কন্যাদান বা অন্য কোনও বাঙালি বিয়ের নিয়ম পালন করেননি। সই সাবুদ করেই নিজেদের নতুন জীবন শুরু করলেন তাঁরা। তবে মালা বদল বা সিঁদুর দান কিন্তু বাদ পড়েনি! বিয়ের দিন শার্লি পরেছিলেন পিচ রঙের লেহেঙ্গা আর গ্রে রঙের ওড়না। অভিষেকের পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি। শার্লি বিয়ের সকালে পরেছিলেন গোলাপি রঙের সিকোয়েন্সের কাজ করা সিল্কের শাড়ি আর অভিষেকের পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। এদিন তাঁদের বিয়েতে এসেছিলেন অনিন্দিতা রায় চৌধুরী, সুদীপ সরকার, আভেরি সিংহ রায়, দেবমাল্য, মিশমি দাস, প্রমুখ।