🌱 শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেটে কয়েকদিন আগেই ফের ভোলবদল হয়েছে। বিতর্কের আবহেই সাদা বলের ফর্ম্যাটে অর্থাৎ ওয়ানডে এবং টি-২০ 'তে ফের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। গত ওডিআই বিশ্বকাপে জাতীয় দলের খারাপ পারফরম্যান্সের পরেই বাবর আজম নেতৃত্ব ছেড়েছিলেন। টেস্টে শান মাসুদ এবং টি-২০'তে দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। তবে এক সিরিজে অধিনায়ক থাকার পরেই সরানো হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে।যা নিয়ে বিতর্ক কম হয়নি।
ꦜএমন আবহেই পাকিস্তান সিনিয়র দলের ২৯ জন সদস্যকে নিয়ে একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল পিসিবি। কাকুলে পাকিস্তান সেনার সঙ্গে একসঙ্গে অনুশীলন করেছে গোটা দল। আর এই অনুশীলন নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল বাবর আজমের গলাতে। তিনি জানিয়েছেন পাকিস্তান দল প্রতিযোগিতামূলক ক্রিকেটে আরও ভালো অ্যাথলেটিক (ফিট) দল হয়ে ফিরবে।
ཧআরও পড়ুন… IPL 2024 Points Table: জয়ের খাতা খুলেই RCB-DC কে পিছনে ফেলল MI, তিন নম্বরে উঠে এল LSG
ꦐপাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে বাবর জানিয়েছেন, ‘এটা আমার তৃতীয় বুট ক্যাম্প। প্রতিটি ক্যাম্পের সঙ্গেই আমি নতুন করে অনেক কিছুই শিখেছি। অন্যবারের ক্যাম্পের থেকে এবারের ক্যাম্প অনেকটাই আলাদা ছিল। এখানে ক্রিকেটীয় কার্যকলাপ কম হয়েছে। আমাদের ফিটনেসের দিকে বেশি নজর দেওয়া হয়েছে। আমাদের ফিজিক্যাল কন্ডিশনিং প্রাধান্য পেয়েছে। দলগত সংহতি এবং কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা বাড়ানোর অনুশীলন হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেটে অনেক বেশি শক্তিশালী হয়ে, ফিট হয়ে এবং মানসিকভাবে অনেক বেশি কঠিন অ্যাথলিট হয়ে ফিরে আসব। আমরা আগের থেকে অনেক বেশি ভালো অ্যাথলিট হয়ে ফিরব বলেই আমার বিশ্বাস।’
🍷আরও পড়ুন… IPL 2024 LSG vs GT: যশ ঠাকুরের গতির সামনে থমকে গেল গিলের গুজরাট! লখনউ জিতল ৩৩ রানে
ꦍকাকুলে এই ক্যাম্প শুরু হয়েছে ২৬ মার্চ। চলেছে ৬ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ শনিবার শেষ হয়েছে এই ক্যাম্প। ঘরের মাঠে এরপর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। ফের জাতীয় দলের অধিনায়ক হিসেবে বাবরের এই সিরিজেই প্রত্যাবর্তন হবে। তার আগে ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বাড়াতেই ১১ দিনের ক্যাম্পের আয়োজন করেছিল পিসিবি। অলরাউন্ডার ইমাদ ওয়াসিম সদ্য তাঁর অবসরের সিদ্ধান্ত তুলে নিয়েছেন। এই ক্যাম্পে তিনি ও সুযোগ পেয়েছিলেন। এই ক্যাম্প থেকে যে তিনি উপকৃত হয়েছেন তা জানিয়েছেন ইমাদ। প্রসঙ্গত ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। প্রথম ম্যাচটি খেলা হবে রাওয়ালপিন্ডিতে।