শুভব্রত মুখার্জি: গত বছর ওডিআই বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সেবার নিজেদের বিশ্বকাপ অভিযানের শুরুটা খুব একটা ভালো ভাবে করতে পারেনি অস্ট্রেলিয়া দল। প্রথম কয়েকটা ম্যাচে তারা হেরে গিয়েছিল। এমন কী আফগানিস্তানের মতন দলের বিরুদ্ধেও তাদের সামনে ছিল হারের ভ্রুকুটি। মাত্র ৯১ রানে স♚াত উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে এক পায়ে দাঁড়িয়ে এক অতিমানবীয় ইনিংস খেলে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এর পর সেমিফাইনালেও ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ লড়াই করেই ফাইনালের টিকিট নিশ্চিত কর🏅েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। সেবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। যারা একটা ম্যাচও না হেরে পৌঁছয় ফাইনালে। একে ভারতের মাটিতে বিশ্বকাপ ,দুই ফাইনালে প্রতিপক্ষ ভারত, তিন লক্ষ লক্ষ সমর্থকদের সাপোর্ট। সব কিছুকেই সেদিন পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। সেদিনও যে আত্মবিশ্বাস দেখা গিয়েছিল প্যাট কামিন্সের গলাতে, টি-২০ বিশ্বকাপের আগেও সেই আত্মবিশ্বাস ধরা পড়ল তাঁর গলাতে।
এক টিভি শো'তে এসে প্যাট কামিন্স আত্মবিশ্বাসের সঙ্গে যে 🀅জবাবটা দিলেন, তা অবাক করে দিয়েছে সকলকে। সিএনবিসি আওয়াজে এক শো'তে উপস্থিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই বিশ্বকাপজয়ী অধিনায়ক, যিনি আসন্ন টি-২০ বিশ্বকাপেও অজিদের জাতীয় দলে রয়েছেন। তবে এই ফর্ম্যাটে তিনি অধিনায়কত্ব করবেন না। এই ফর্ম্যাটে অধিনায়কত্বের ভার পেয়েছেন মিচেল মার্শ। ওই শো'তে প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল, ♔‘কোন চার দলকে আপনি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দেখতে চান?’ অজি তারকা তার উত্তরে একেবারে চমকে দিয়েছেন সকলকে।
প্যাট কামিন্স জানান, ‘নিশ্চিত ভাবেই অস্ট্রেলিয়া। আর বাকি তিন দলকে আপনি ♛(উপস্থাপিকাকে) বেছে নিতে পারেন!’ উপস্থাপিকাও হয়তো প্যাট কামিন্সের এই জবাবে কিছুটা হতচকিত হন। তিনি ফের নিশ্চিত হতে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কোন তিন দলকে আপনি চান।’ জবাবে হাসতে হাসতে কামিন্স ফের বলেন, ‘আমি এটা নিয়ে ভাবিই না, পাত্তাই দিই না। আপনি আপনার পছন্দ মতো দল বেছে নিতে পারেন।’ কামিন্সের জবাব শোনার পরে উপস্থাপিকা এবং কামিন্স দু'জনেই হাসিতে ফেটে পড়েন। উল্লেখ্য, কয়েক দিন 🍸আগেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বেছে নিয়েছিলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁর চার সেমিফাইনালিস্টকে। সেখানে আশ্চর্যজনক ভাবে জায়গা হয়নি ভারতের। জায়গা পায়নি পাকিস্তানও। ফলে ক্রিকেট সমর্থকদের একাংশ সেই সময়ে বেশ অবাক হয়। যদিও ভন তাঁর সেমিফাইনালে খেলা দলের তালিকায় জায়গা দিয়েছেন অস্ট্রেলিয়াকে।