শুভব্রত মুখার্জি: ২০০৭ সালেই প্রথম বার শুরু হয়েছিল আইসিসির টি২০ বিশ্বꦬকাপ। প্রথম বার ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। এক রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থেকেছিল সমর্থকেরা। একেবারে শেষ ওভার পর্যন্ত গড🍸়িয়েছিল ম্যাচ। জেতার জায়গায় পৌঁছে গিয়েও, সেদিন ম্যাচ হারতে হয়েছিল পাকিস্তানকে। যোগিন্দর শর্মাকে স্কুপ করে মারতে গিয়ে মিসবাহ সেদিন তালুবন্দি হয়েছিলেন শান্তাকুমারম শ্রীসন্থের। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন মিসবা উল হক। শনিবার লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে ফাইনালেও খেলেছেন পাকিস্তান চ্যাম্পিয়নদের হয়ে। এমন আবহেই তিনি ২০০৭ সালের সেই ফাইনাল নিয়ে স্মৃতিচারণ করেছেন মিসবা। কার্যত মেনে নিয়েছেন, সেদিন তাঁদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই হারতে হয়েছিল পাকিস্তান দলকে।
স্টার স্পোর্টসের এক শো-তে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম। কারণ ওই দিন ফাইনালে যে ধরনের উইকেট ছিল, তাতে আমরা মনে করেছিলাম, ফাইনাল আমরা জিতব। বাউন্ডারিও খুব ছোট ছিল।ফলে আমাদের বিশ্বাস ছিল, আমরা জিতব। ভারতের পক্ষে বিষয়টা কঠিন ছিল।কারণ তারা স্পিনারদের উপর নির্ভরশীল ছিল। ছোট বাউন্ডারি এবং ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাচটা ওদের জন্য কঠিন ছিল। কারণ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে স্পিনারদের পক্ষে ম্যাচে ইমপ্যাক্ট ফেলাটা খুব কঠিন। আর ওই সময়ে ওদের প্রধান বোলার ছিল হরভজন সিং। সাইড বাউন্ডারি ছোট ছিল ফলে ওর জন্য𓂃 সমস্যা আরও বেশি ছিল। আর তার উপর আমরা স্পিনটা ভালো খেলি।’
আরও পড়ুন: ভারতের লেজেন্ডদের হাতেও ♎বধ পাকিস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে ইতিহাস যুবিদের