শনিবার হারারে স্পোর্টস ক্লাবে ভারত ও জিম্বাবোয়ের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টিতে সকলকে তাক লাগিয়ে দেন রবি বিষ্ণোই। তাঁর অত্যাশ্চর্য ফিল্ডিং দেখে কেউ কেউ বিষ্ণোইকে জুনিয়র জন্টিও বলছেন। তিনি এদিন সরাসরি থ্রো করে জিম♕্বাবোয়ের ব্যাটার জোনাথন ক্যাম্পবেলকে আউট করে দেন। তাও আবার নিজেরই ফলো থ্রুয়ে। বিষয়টি মোটেও সহজ ছিল না। কিন্তু তাঁর চোখ ধাঁধানো এই রান আউট দেখে সকলেই চোখ কপালে তুলছেন। রবি বিষ্ণোইয়ের এই রান আউট দেখার পর বিপক্ষ ব্যাটারও কার্যত হকচকিয়ে যান।
আরও পড়ুন: ভারতের লেজেন্ডদের হাতেও বধ প💖াক🎃িস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে ইতিহাস যুবিদের
বিষ্ণোইয়ের চমক
ম্যাচের ১৫তম ওভারের চতুর্থ বলে ঘটে ঘটনাটি। এই ওভারে বল করছিলেন রবি বিষ্ণোই। স্ট্রাইকে ছিলেন সিকন্দর রাজা। বিষ্ণোইয়ের বলটি অফ-সাইডে খেলে এক রান নেওয়ার চেষ্টা করেন রাজা। তিনি রানের জন্য নন-স্ট্রাইকার এন্ডে থাকে ক্যাম্পবেলকে কলও করেন। কিন্তু, পরমুহূর্তেই ক্যাম্পবেলকে বারণ করেন রাজা। ততক্ষণে জোনাথন ক্যাম্পবেল ক্রিজ ছেড়ে হাফ 💝রাস্তায় পৌঁছে গিয়েছিলেন। ফের নিজের ক্রিজে ফেরার সময়েই রানআউট হন তিনি।
আরও পড়ুন: ১০ উ🌼ইকেটে জিম্বাবোয়ে বধ শুভমনদের, এক ম্যাচ বাকি থাকতে ৩-১ সিরিজ পকেটে পুরল ভারত
আসলে সেই সময়ে রবি বিষ্ণোই বলটি ধরে নিয়েছিলেন। এবং তিনি বলটি ধরেই মাটিতে বসে থ✃াকা অবস্থাতেই, সময় নষ্ট না করে দ্রুত নন-স্ট্রাইকার এন্ডে সরাসরি হিট করেন। ক্যাম্পবেল ক্রিজে ঢোকার আগেই, বুলেট গতির সরাসরি থ্রোয়ে রবি বিষ্ণোই ভেঙে দেন উইকেট। মাত্র ৩ করে রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় ক্যাম্পবেলকে। বিষ্ণোই এতটাই দ্রুত কဣাজটি করেন যে, অবাক হয়ে যান বিপক্ষের ব্যাটারও। সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারেরও প্রয়োজন পড়েনি। প্রসঙ্গত, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও একটি দুরন্ত ক্যাচ ধরেছিলেন বিষ্ণোই। তাঁর এমন ফিল্ডিং মন কেড়েছে সকলের।
সিরিজ পকেটে পুড়ল ভারত
শনিবার চতুর্থ টি২০-তে জিম্বাবোয়েকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজ পকেটে পুরলেন শুভমন গিলরা। এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ওপেনিং জুটিতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হন যশস্বী জয়সওয়াল। ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ওপেনার। তাঁর ইনিংসে ছিল ২টি ছয়, ১৩টি চার। উইকেটের অন্য প্রান্তে ৩৯ বলে ৫৮ রানে অপরাজিত শুভমন গিল। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে জিম্বাবোয়ে। তাদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন সিকন্দর রাজা। জবাবে ১৫.২ ওভারে ১৫৬ রান করে ফেলে ভারত।ℱ ২৮ বল বাকি থাকতেই ১০ উইকেটে তারা জয় ছিনিয়ে নেয়।