ভারতীয় তরুণ স্পিনার রবি বিষ্ণোই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই বাজিমাত করলেন। দুর্দান্ত বোলিং করে ইতিহাস লিখে ফেললেন তিনি। বি🌱ষ্ণোই ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নেন। পাশাপাশি তিনি ২ ওভার মেডেনও দেন।
ভাজ্জির ১২ বছর আগের নজির স্পর্শ করলেন বিষ্ণোই
রবি বিষ্ণোই ১২ বছর পর টি২০-তে একই ম্যাচে ২ ওভার মেডেন বল করা দ্বিতীয় ভারতীয় স্পিনার হয়েছেন। এর আগে ২০১২ সালে হরভজন সিং এই অনন্য কীর্তি গড়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এই মাইলস𒊎্টোন ছুঁয়েছিলেন ভাজ্জি।
ভারতীয় স্পিনার হিসেবে টি২০-র এক ম্যাচে ২ ওভার মেডেনের নজির
হরভজন সিং বনাম ইংল্যান্ড (২০১২)
রবি বিষ্ণোই বনাম জিম্বাবোয়ে (২০২৪)*
ক্যারিয়ারের সেরা বোলিং রবির
জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রবি বিষ্ণোইয়ের এই বোলিং পরিংসংখ্যান এই ফর্ম্যাটে তাঁর ক্যারিয়🌺ারে সেরা পারফরম্যান্স। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিষ্ণোই ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। এবার ১৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট। এছাড়া ২০২৩ সালে নেপালের বিরুদ্ধে ২৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। ওই বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বিষ্ণোই।
রবি বিষ্ণোইয়ের সেরা বোলিং পারফরম্যান্স
৪/১৩ বনাম জিম্বাবোয়ে (২০২৪)*
৪/১৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২২)
৩/২৪ বনাম নেপাল (২০২৩)
৩/৩২ বনাম অস্ট্রেলিয়া (২০২৩)
জিম্বাবোয়ের ইনিংস শেষ হল ১১৫-তে
এই জিম্বাবোয়ে সফরে বেশির ভাগ তরুণ খেলোয়াড়কেই সুযোগ দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের পর সিনিয়র দলকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। জিম্বাবোয়ে ক্রিকেট দল🦄কে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।
আরও পড়ুন: বিশ্বজয় করে এ♓সেছে ছেলে, স্নেহের চুম্বনে ভরালেন রোহিতের মা- ভিডিয়ো
শনিবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। টস হেরে প্রথমে ব্যাট করতে এসে জিম্বাবোয়ে বিষ্ণোইয়ের দাপটে চাপে পড়ে যায়। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করে তারা। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ২৯ র�ꦫ�ান করেন ক্লাইভ মাদান্দে। ২৩ করেন ডিয়ন মেয়ার্স। ব্রায়ান বেনেট এবং ওয়েসলি মাধেভেরে যথাক্রমে ২২ এবং ২১ রান করেন। ১৭ করে দলের অধিনায়ক সিকান্দার রাজা। বাকিরা এক অঙ্কের ঘরই টপকাতে পারেননি। স্কোরবোর্ডে জিম্বাবোয়ের পাঁচ ক্রিকেটারের নামের পাশে লজ্জার শূন্য অঙ্ক। ভারতের হয়ে রবি বিষ্ণোইয়ের চার উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। মুকেশ কুমার এবং আবেশ খান নিয়েছেন ১টি করে উইকেট।