রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আর সেই দলকেই বৃহস্পতিবার (৪ জুলাই) হিটম্যানের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয়। এ যেন এক ঐতিহাসিক মুহূর্তে ছিল শর্মা পরিবারের জন্য। আর এই মুহূর্তের সাক্ষী থাকতে ওয়াংখেড়েতে হাজির হয়েছিলেন রোহিত শর্মার মা-বাবাও। ছেলের এমন একটি বিশেষ দিনের সাক্ষী থাকার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত বাতিল করে দেন রোহ💫িতের মা পূর্ণিমা শর্মা।
আরও পড়ুন: সারা দিনের ধকলেও ক্লান্তি নেই, ওয়াংখেড়ꦕেতে ‘চক দে ইন্ডিয়া’র গানে নাচলেন রোহিত, কোহ𒈔লিরা- ভিডিয়ো
আর স্টেডিয়ামে সেলিব্রেশনের মাঝ𝓡েই মা-বাবার সঙ্গে দেখা কর𓆉তে রোহিত দৌড়ে চলে গিয়েছিলেন ওয়াংখেড়ের প্রেসিডেন্টস বক্সে। আর সেখানেই তৈরি হয়ে বিশেষ মুহূর্ত। দীর্ঘ দিন পর ছেলেক কাছে পেয়ে পূর্ণিমা শর্মা আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি রোহিতকে কাছে পেয়েই জড়িয়ে ধরেন। চুমুতে ভরিয়ে দেন ছেলেকে।
রোহিত অবশ্য এই বিশেষ মুহূর্তকে একটু গোপন করার চেষ্টা করেছিলেন। যে কারণে তিনি প্রেসিডেন্টস বক্সে উপস্থিত ভক্তদের বারবার অনুরোধ করতে থাকেন, জায়গাটি খালি করার জন্য এবং ছবি না তোলার জন্য। আসলে মা-বাবার সঙ্গে বহু দিন পর দেখা হওয়ার মুহূর্তটা🧜কে গোপন করেই রাখতে চেয়েছ🧔িলেন রোহিত। কিন্তু ওয়াংখেড়ের ভিড়ের মাঝে সেটা সম্ভব হয়নি। সেটা ক্যামেরাবন্দি হয়েই গিয়েছে। আর সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে।
রোহিতের মা পূর্ণিমা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই দিনটি তাঁর কাছে কতটা বিশেষ। তিনি বলেছেন, ‘আমি কখনও-ই ভাবিনি যে, এই দিনটি দেখতে পাব। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগ🔯ে, ও (রোহিত) আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল এবং বলেছিল যে, এই টুর্নামেন্টের পর ও টি-টোয়েন্টি ছেড়ে দিতে চায়। আমি শুধু বলেছিলাম, জেতার চেষ্টা করো। আমার শরীর ভালো ছিল না এদিন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও ছিল, কিন্তু তার পরেও আমি এই দিনটির সাক্ষী থাকতে চেয়েছিলাম।’
তিনি ꧒আরও যোগ করেছেন, ‘আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। খুব খুশি। এই ধরনের পরিবেশ আমি কখনও-ই আগে অনুভব করিনি। ও যে পরিমাণ ভালবাসা পাচ্ছে, তা ওর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে। আমি এখন সবচেয়ে সুখী মা।’
আরও পড়ুন: ধিক্কার বদলে গেল জয়ধ্বনিতে, মাতꦓ্র দু'মাসেই ওয়াংখেড়ের মন জিতꦦলেন হার্দিক- ভিডিয়ো
টি২০ বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবারই (৪ জুলাই) দেশে ফিরেছে টিম ইনღ্ডিয়া। তার পর থেকে তাদের একগুচ্ছ কর্মসূচি। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখার করার পর, মুম্বইয়ে এসে বিজয়-উৎসবে সামিল হওয়া, তার পর ওয়াংখেড়েতে সংবর্ধনা। এত সবের মাঝেও দলের প্লেয়ারদের মধ্যে কোনও ক্লান্তি নেই। বরং উৎসবে, আনন্দে, নাচে-গানে আরব সাগরের পဣারে ঝড় তুললেন কোহলি-রোহিতরা।
২০১১ সালে এই ওয়াংখেড়েতেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। আর এদিন ধোনির দলের বিশ্বজয়ের মাঠে রোহিতের দলℱের সংবর্ধনায় যেন পূর্ণ হল একটি বৃত্ত। আর তার সাক্ষী থাকতে পেরে আবেগে ভাসলেন রোহিতের মা-বাবা।