টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ব্যক্তিগত পারফর্ম্যান্স ও প্রভাবের নিরিখে টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিল আইসিসি। অবশ্য শুধু সেরা একাদশ নয়, বরং দ্বাদশ ক্রিকেটার-স♐হ আইসিসি টুর্নামেন্টের সের🐽া দল গড়ে নিল বলা যায়। সঙ্গত কারণেই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সেরা দলে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য একতরফা।
টিম অফ দ্য টুর্নামেন্টে ভারতের ৬ জন ক্রিকেটার রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, রানার্স দল দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার নেই সেরা একাদশে। একমাত্র দ্বাদশ ক্রিকেটার হিসেবে নাম রয়েছে প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়ার। আফগানিস্তানের ৩ জন ক্রিকেটার রয়েছেন বিশ্বকাপের♈ সেরা দলে।
এছাড়া অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার রয়েছেন টিম অফ দ্য টুর্নামেন্টে। সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি এই দলে। ভারতী✱য় ক্রিকেটারদের মধ্যে সেরা একাদশে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত 🧜বুমরাহ ও আর্শদীপ সিং। অবশ্য ফাইনালের সেরা হয়েও বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাননি বিরাট কোহলি।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সেরা দল:-
১. রোহিত শর্মা (ভারত): ৮ ম্যাচে𝓰 ৩৬.৭১ 🐟গড়ে ২৫৭ রান। স্ট্রাইক-রেট ১৫৬.৭০। হাফ-সেঞ্চুরি ৩টি।
২. রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান): ৮ ম্যাচে ৩৫.১২ গড়ে ২৮১ রান। স্ট্রাইক-রেট ১২৪.৩৩। হাফ-ꦇসেঞ্চুরি ৩টি।
৩. নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ): ৭ ম্যাচে ৩৮.০০ গ🌞ড়ে ২২৮ রান। স্ট্রাইক-রেট ১৪৬.১৫। হাফ-সেঞ্চুরি ১টি।
৪. সূর্যকুমার যাদব (ভারত): ৮ ম্যাচে ২৮🔜.৪২ গড়ে ১১৯ রান। স্ট্রাইক-রেট ১৩৫💫.৩৭। হাফ-সেঞ্চুরি ২টি।
৫. মা🎃র্কাস স্টাইনিস 🍒(অস্ট্রেলিয়া): ৭ ম্যাচের ৫ ইনিংসে ৪২.২৫ গড়ে ১৬৯ রান। স্ট্রাইক-রেট ১৬৪.০৭। হাফ-সেঞ্চুরি ২টি। ৬ ইনিংসে ১০টি উইকেট। ইকনমি-রেট ৮.৮৮।
৬. হার্দিক পান্ডিয়া (ভারত): ৮ ম্যাচের ৬ ইনিংসে ৪৮.০০ গড়ে ১৪৪ রান। স্ট্রাইক-রেট ১৫১.৫৭। হাফ-সেঞ্চুরি ১টি। ৮ ইনিংসে ১১টি উইকেট। ইকনম𓄧ি-রেট ৭.৬৪✱।
৭. অক্ষর প্যাটেল (ভারত): ৮ ম্যাচের ৫ ইনিংসে ২৩.০০ গড়ে ৯২ রান। স্ট﷽🦹্রাইক-রেট ১৩৯.৩৯। ৮ ইনিংসে ৯টি উইকেট। ইকনমি-রেট ৭.৮৬।
৮. রশিদ খান (আফগানিস্তান): ৮ ম্যাচে ১৪ উইকেট। বোলিং গড় 𒈔১২.৭৮। ইকনমি-রেট ৬.১৭। সেরা বোলিং ১৭ রানে ৪ ⛦উইকেট।
আরও পড়ুন:- Top🍎 10 Run Getters: এ🌜বারের T20 বিশ্বকাপে সর্বাধিক রান, সেরা ১০-এ আছেন ভারতের দুই
৯. জসপ্রীত বুমরাহ (ভারত): ৮ ম্যাচে ১৫ উইকেট। 🍸বোলিং গড় ৮.২৬। ইকনমি-রেট ৪.১৭। সেরা বোলিং ৭ রান🐭ে ৩ উইকেট।
১০. আর্শদীপ সিং (ভারত): ৮ ম্যাচে ১৭ উইকেট। বোলꦺিং গড় ১২.৬৪♈। ইকনমি-রেট ৭.১৬। সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট।
১১. ফজলহক ফারুকি (আফগানিস্তান): ৮ ম্যা♍চে ১৭ উইকেট। বোলিং গড় ৯.৪১। ইকনমি-রেট ৬.১৩। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট।
১২. এনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা): ৯ ম্যাচে ১৫ উইকেট। বোলিং গড় ১৩.০৪। ইকনমি-রেট ৫.৭৪। ❀সেরা বোলিং ৭ রানে ৪ উইকেট।