ফেবরুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পাক♈িস্তানের মাটিতে শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। প্রথমে কথা ছিল, গোটা প্রতিযোগিতাই অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। সেই মতোই, সব দেশই প্রায় রাজি হয়ে গেছিল পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে, ব্যতিক্রম ছিল ভারতীয় ক্রিকেট দল। এবার ভারতের চাপে পড়েই বড় সিদ্ধান্ত নিতে হল আইসিসিকে।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোꦜঁটা দিলেন পন্টিং
বিসিসিআইয়ের চাপে নতিস্বীকার আইসিসির-
যেমন কথা ত🐓েমন কাজ, আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবে না তাঁরা। আইসিসি ইভেন্ট হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়ার কড়া মনোভাবে অনড꧃় থাকে ভারতীয় দল। সরাসরি তাঁরা ভারত সরকারের নিয়মকেও হাতিয়াড় করে। এরপরই বাধ্য হয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির এক ইভেন্ট বাতিল করা হয়।
ভারত-পাক ম্যাচও হবে পাকিস্তানের বাইরে-
আগেই জানা গেছিল বিসিসিআই যেহেতু পাকিস্তানে ক্রিকেটারদের ছাড়তে পারবে না বলে আগেই জানিয়েছে, সেক্♕ষেত্রে হাইব♉্রিড মডেলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়। সেক্ষেত্রে পাকিস্তান দলের অন্যান্য সব ম্যাচ পাকিস্তানে হলেও ভারত-পাকিস্তান ম্যাচ সেদেশে হবে না। এমনকি ফাইনালে টিম ইন্ডিয়া উঠলে সেই ম্যাচও পাকিস্তানে হবে না। এবার আরও বড় ধাক্কা খেল পাক বোর্ড।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! 🦩অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার𓂃!
১১ নভেম্বরের ইভেন্ট বাতিল-
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসি༺র সঙ্গে যৌথভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচনের কথা ছিল ১১ নভেম্বর। সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল লাহোরে। যদিও ভারতীয় দল সেদেশে যাব না জানিয়ে দেওয়ায়, সেই অনুষ্ঠান বাতিল করা হল। আইসিসির তরফে এক কর্তা জানিয়েছেন, ‘আমরা আয়োজক দেশ এবং অংশগ্রহণকারি দেশগুলোর সঙ্গে আলোচনা করছি। এই বিষয়ে সূচি তৈরি হয়ে গেলে আমরা দিনক꧅্ষণ সবই জানিয়ে দেব, এখনই কিছুই চূড়ান্ত হয়নি ’।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা𝔉 পাকিস্তানের…
লাহোরের বাতাস ভালো নয়, তাই বাতিল-
যদিও পিসিবির ঘনিষ্ঠ আরেক আই🐷সিসি কর্তা যদিও ভারতের জন্য আইসিসির ইভেন্ট বাতিল হয়েছে সেকথা মানছেন না। তাঁর দাবি, লাহোরে এই মূহূর্তে আবহাဣওয়া ঠিক নেই। সেখানে বাতাসে বিষাক্ত ধূলিকনা রয়েছে, সেই কারণেই আপাতত ট্রফির ফ্ল্যাপ অফ সেরিমনি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।