সরকারি চাকরিতে সংরক্ষণ-বিরোধী আন্দোলনে অশান্ত বাংলাদেশ। ইতিমধ্যেই মৃত শতাধিক। রক্তক্ষয়ী আন্দোলনের জেরে স্তব্ধ রাজধানী ঢাকা সহ একাধিক বড় শহর। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি চিন্তায় ফেলেছে বিশ্ব ক্রিকেট মহলকে। কারণ এই বছরের অক্টোবরে আসন্ন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হল বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে যে,ꦇ তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করছে।
রক্তক্ষয়ী আন্দোলনে স্তব্ধ রাজধানী ঢাকা-সহ একাধিক বড় শহর। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ স্কুল-কলেজ-সহ বন্ধ সব কিছু। ಌদেশজুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামলাতে চলছে সেনার টহলদারি। নামানো হয়েছে সাঁজোয়া গাড়ি। সব রকম মিটিং, মিছিল, সভা নিষিদ্ধ করেছে ঢাকা পুলিশ। এই পরিস্থিতিতে কি আদৌ মেয়েদে☂র টি২০ বিশ্বকাপ আয়োজন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে?
নাম প্রকাশ না করার শর্তে আইসিসি বোর্ডের একজন সদস্য পিটিআইকে বলেছেন, ‘বিশ্ব জুড়েই আমাদের নিজেদের নিরাপত্তা পর্যবেক্ষক রয়েছে।🍬 তাই, হ্যাঁ, আমরা এটির (বাংলাদেশের পরিস্থিতি) উপর নজর রাখছি।’ তবে 🎃এখনও মাঝে অনেকটা দিনই বাকি। পরিস্থিতির উপর নজর থাকছে মহিলা টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া সব দলেরই।
ঐতিহাসিক ভাবে অস্ট্রেলিয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল 💮দল। তারা ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে রেকর্ড ছয় বার টুর্নামেন্ট জিতেছে।
আরও পড়ুন: ফের ভারত বনাম পাকিস্তান মহারণ, ত♔বে এবার ICC-র সভায়
ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্রত্যেকেই একবার 𝔉করে ইভেন্ট জিতেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল আসন্ন সংস্করণে তাদের প্রথম শিরোপা জিততে মরিয়া হয়ে থাকবে। বর্তমানে ভারতীয় দল শ্রীলঙ্কার ডাম্বুলায় মহিলা এশিয়া কাপে অংশগ্রহণ করেছে। যেটি তারা টি২০ বিশ্বকꦇাপের প্রস্তুতিমূলক ইভেন্ট হিসাবে ব্যবহার করছে।
আরও পড়ুন: হবে ꧑না দাদাগির🍌ি? কার্যত নিজেকে কোচ ঘোষণা করে দিয়েছিলেন সৌরভ, কিন্তু DC খুঁজছে গম্ভীরের মত কাউকে!
🤪 ভারতীয় পেসার রেণুকা সিং এশিয়া কাপের গুরুত্ব স্বীকার করে বলেছেন যে, এটি একটি মূল্যবান শেখার অভিজ্ঞতা এবং বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে। কারণ বাংলাদেশের পিচ বা আবহাওয়া অনেকটাই শ্রীলঙ্কার মতোই।
রেণুকার দাবি, ‘এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ 𒅌এর পরে আমাদের বেশি ম্যাচ নেই (টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে) এবং আমাদের অনুশীলনের উপর নির্ভর করতে হবে। সুতরাং, এটি আমাদের জন্য একটি অভিজ্ঞতা হবে। এবং বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেবে। বাংলাদেশের পরিস্থিতি একই রকম হতে পারে, তাই বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার জন্য এটি একটি ভালো সুযোগ।’