ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন ডেভিড বেকহ্যাম। বুধবারের ওয়াংখেড়ে উচ্ছ্বাসে ভরে উঠেছিল যখন বিরাট কোহলি পঞ্চাশতম শতরানের নজির গড়েছিলেন। মহম্মদ শামি সাত উইকেটꦜ নেওয়ার পর ভারত দাপটের সঙ্গে নিউজিল্যান্ডকে হার☂িয়ে ফাইনালে উঠেছে।
ম্যাচের শেষে সাক্ষাৎ হয় দুই তারকা ডেভিড বেকহ্যাম ও ভারত অধিনায়ক রোহ🧜িত শর্মার। রোহিত শর্মার সঙ্গে জার্সিবদল করেন ডেভিড বেকহ্য়াম।ꦉ ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম পরেছিলেন রোহিতের ৪৫ নম্বর লেখা টিম ইন্ডিয়ার জার্সি। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা পরেছিলেন রিয়াল মাদ্রিদে খেলার সময়ে বেকহ্যামের ২৩ নম্বর জার্সি। কিংবদন্তি ফুটবলার নিজেই সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বেকহ্যাম ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সঙ্গে দেখা হয়ে দারুণ লাগছে। ফাইনালে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা।’ আরও পড়ুন: বারাণসীর ঘাটে গঙ্গা আরতিতে অং꧋শ নিলেন সানি, নায়িকাকে এক ঝলক দেখতেই বিরাট ভিড়
বিশ্বকাপের সৌজন্য়ে এই প্রথ💫মে ভারতে পা রেখেছেন ফুটবল তারকা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এসেছিলেন ইউনিসেফের গুডউইল অ্য়াম্বাসেডর হয়ে। ডেভিড বেকহ্যামকে মাঠ চেনানো ও ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল সচিন তেন্ডুলকরের উপর। তিনদিনের জন্য ভারত সফরে এসেছেন মার্ক𝔉িন যুক্তরাষ্ট্রেরইন্টার মায়ামি ক্লাবের কর্ণধার।
২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন বেকহ্যাম। প্রাক্তন ফুটবলার তাঁর সময়🌞ের রিয়ালের সেই জার্সি তুলে দি💞য়েছেন রোহিত শর্মাকে। ওয়াংখেড়েতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বেকহ্যাম।