শুভব্রত মুখার্জি:- শেষ ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিল টিম ইন্ডিয়া। অপরাজিত থ༒েকেই তারা পৌঁছে গিয়েছিল ফাইনালে। যদিও ফাইনালে শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। ভারতের এই সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল বিরাট কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদ দিলে বাকি সবকটি ম্যাচেই রান পেয়েছেন বিরাট। টুর্নামেন্টের সেরা ও হয়েছেন তিনি।
তবে দেশের হয়ে বিশ্বকাপের শিরোপা জিততে না পারার দুঃখ রয়েই গিয়েছে। স্বাভাবিকভাবেই যথেষ্ট হতাশ দেখিয়েছে গোটা দলকে। সেই সময়ে নানা ফুটেজ উঠে এসেছিল হতাশায় ডুবে থাকা ভারতীয় ক্রিকেটারদের। তবে এতদিন বাদে অদেখা এক ভিডিয়ো প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গিয়েছে হতাশ কোহলিকে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে হৃদয়বিদারক সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়🥀েছে।
ফাইনালে ভারতকে ছয় উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া দল। ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে। বিরাট কোহলি ফাইনালেও ব্যাট হাতে ভালো খেলেছিলেন। ফাইনালে তিনি ৬৫ বল খেলে করেন ৫৪ রান। অজি অধিনায়ক প্যাট কামিন্সে💜র বলে তিনি বোল্ড হয়ে যান। ওডিআই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। তিনি🌱 তিনটি শতরান করেছেন এই টুর্নামেন্টে। করেছেন ছটি অর্ধশতরান ও। ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। গড় ছিল ৯৫.৬২। স্ট্রাইক রেট ৯০.৩১। দিল্লির এই ৩৫ বছর বয়সী ব্যাটার অনবদ্য পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা ও হয়েছেন।
টুর্নামেন্ট চলাকালীন তিনি ওয়ানডে ফর্ম্যাটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের (৪৯) নজির ও ভেঙেছেন তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে ১১৭ রান করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নজির ভাঙেন তিনি। কোহলির যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ম্যাচ শেষে হতাশ𒅌 কোহলি উইকেটের কাছে চলে আসেন𝔉। তাঁর মাথার টুপি দিয়ে তিনি উইকেটের বেলটি ফেলে দেন। রীতিমতো হতাশ দেখাচ্ছিলো তাঁকে। মাথা নীচু করে এরপর ধীরে ধীরে মাঠ ছাড়তে দেখা যায়। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ভিডিয়ো দেখে এক ভক্ত লিখেছেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ছবি।’ অপর ভক্তের বক্তব্য, ‘আমি বিরাটের বেদনা অনুভব করতে পাচ্ছি।’