শুভব্রত মুখার্জি:- আর কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। প্রথমে এই বিশ্বকাপের আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার। যদিও গত বছরেই তাদের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাদের। সেই সময়েই এই বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয় দক্ষিণ আফ্রিকাতে। এবার সেই বিশ্বকাপেই ম্যাচ পরিচালক অর্থাৎ অনফিল্ড আম্পায়ার থেকে টিভি আম্পায়ার এমনকি ম্যাচ রেফারিদের নামও ঘোষণা করা হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে। আর এই তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় ম্যাচ পরিচালক।তালিকায়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ জায়গা পেয়েছেন আম্পায়ার কেএনএ পদ্মনাভান এবং ম্যাচ রেফারি নারায়নান কুট্টি।
১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকাতে শুরু হবে এই টু্র্নামেন্ট। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্ট পরিচালনার জন্য ১৬ জন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে আইসিসির তরফে। পাশাপাশি ম্যাচ রেফারিদের তালিকায় রয়েছেন চারজন। ৪১টি ম্যাচ পরিচ🌞ালনা করবেন এরাই। ভবিষ্যতের বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, বাবর আজম, কেন উইলিয়ামসনদের উঠে আসার মঞ্চ এই যুবা বিশ্বকাপ। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। কোন ﷺম্যাচ কে পরিচালনা করবেন তাও ঠিক হয়ে গিয়েছে। ১৯ জানুয়ারি পচেফস্ট্রুমে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং প্রাক্তন চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইস্ট লন্ডন সূচির ম্যাচ হবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে । এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের কেএন এ পদ্মনাভান। তাঁর সঙ্গে থাকবেন বঙ্গানি জেলে। এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকব꧃েন ভারতের কুট্টি।💖 টিভি আম্পায়ার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার ফিল গিলেস্পি। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে রয়েছেন জিম্বাবোয়ের ফরস্টার মুতিজা। তবে নক আউট পর্ব, সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম এখনও ঘোষণা করা হয়নি। আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে সময় মতো এটাও ঘোষণা করা হবে।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক ম্যাচ অফিস🍸িয়ালদের তালিকা :-
১) আম্পায়ার :-
বিসমিল্লাহ জান শিনওয়ারি, ডোনোভান কোচ, ফিল গিলেস্পি, গাজী সোহেল, মাসুদুর র✃হমান মুকুল, মাইক বার্নস, কেএনএ পদ্মনাভান, রোল্যান্ড ব্ল্যাক, ফয়সাল খান আফ্রিদি, রশিদ রিয়াজ ওয়াকার, আল্লাহুদিন পালেকার, বঙ্গানি জেলে, প্যাট্রিক গুস্টার্ড, নাইজেল ডুগুইড, ল্🐼যাংটন রুসের, ফরস্টার মুতিজা।
২) ম্যাচ রেফারি:
গ্রায়েম ল্যাবরয়, শাইদ ওয়াদভাল্লা, নারায়নান𒁏 কুট্🐈টি, ওয়েন নুন।