চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ব্যাট করছেন স𒁏ূর্যকুমার যাদব। তা সত্ত্বেও সেমিফাইনালের আগে খারাপ খবর উড়ে এল তাঁর দিকে। ভালো খেলা সত্ত্বেও বিশ্বব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়াতে হল সূর্যকে। ভারতীয় তারকার থেকে এক নম্বরের মুকুট ছিনিয়ে নিলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। সূর্যকুমার পিছ🍌িয়ে গেলেন আইসিসির টি-২০ ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে।
সূর্যকুমার মুকুট খোয়ালেও ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করেছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডি🦹য়ারা। রোহিত ব্যাটারদের তালিকায়, কুলদীপ ও বুমরাহ বোলারদের তালিকায় এবং হার্দিক অল-রাউন্ডারদের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন।
রোহিত টি-২০ ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ উন্নতি করে ৩৮ নম্বরে চলে এসেছেন। বিরাট 🐈কোহলি ৩ ধাপ উঠে এসে যুগ্মভাবে ৪৭ নম্বরে রয়েছেন। হার্দিক পান্ডিয়া ১৭ ধাপ উঠে ৬৪ নম্বরে রয়েছেন। ২১ ধাপ উঠে এসে শুভমন গিলের সঙ্গে যুগ্মভাবে ৭১ নম্বরে রয়েছেন শিবম দুবে। ৯ ধাপ উঠে এসে ৯২ নম্বꦍরে রয়েছেন ঋষভ পন্ত। আগের মতোই ৭ নম্বরে রয়েছেন যশস্বী জসওয়াল।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা পাঁচ টি-২০ ব্যাটার:-
১. ট্র্য়াভিস হেড (অস্ট্রেলিয়া)- ৮৪৪ পয়েন্ট।২. সূর্যকুমার যাদব (ভারত)- ৮৪২ পয়েন্ট।৩. ফিল সল্ট (ইংল্যান্ড)- ৮১৬ পয়েন্ট।৪. বাবর আজম (পাকিস্তান)- ৭৫৫ পয়েন্ট।৫. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৪৬ পয়েন্ট।
টি-২০ বোলারদের তালিকায় রশিদ খান ২ ধাপ উঠে এসে ২ নম্বরে 🔥রয়েছেন। আগের মতোই একে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। হেজেলউড ৩ ধাপ উঠে ৪ নম্বরে অবস্থান করছেন। অক্ষর প্যাটেল ১ ধাপ উন্নতি করে ৮ নম্বরে রয়েছেন।
কুলদীপ যাদব ২০ ধাপ উঠে এসে ১১ নম্বরে রয়েছেন। ৩ ধাপ উঠে এসে ১৭ নম্বরে রয়েছেন আর্শদীপ সিং। ৪৪ ধাপ উঠে এসে যুগ্মভ🍰াবে ২৪ নম্বরে চলে এসেছেন জসপ্রীত বুমরাহ। বোলারদের তালিকায় ৮ ধান নেমে গিয়ে যুগ্মভাবে ৫৮ নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়༒া।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা পাঁচ টি-২০ বোলার:-
১. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭১৯ পয়েন্ট।২. রশিদ খান (আফগানিস্তান)- ৬৮১ পয়েন্ট।৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৭৪ পয়েন্ট।৪. জোশ হেজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৬২ পয়েন্ট।৫. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৫৯ পয়েন্ট
টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় স্টইনিসকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ ধাপ উন্নতি করে ২ নম্বরে চলে এসেছেন আফগানিস্তানের মহম্মদ নবি। ৪ ধাপ উঠে এসে তৃতীয় স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়া। এক থেক🧜ে নেমে চার নম্বরে অবস্থান করছেন স্টইনিস। বাংলাদেশের শাকিব আল হাসান ৩ ধাপ নেমে ৬ নম্বরে চলে এসেছেন।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা পাঁচ টি-২০ অল-রাউন্ডার:-
১. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ২২২ পয়েন্ট।২. মহম্মদ নবি (আফগানিস্তান)- ২১৪ পয়েন্ট।৩. হার্দিক পান্ডিয়া (ভারত)- ২১৩ পয়েন্ট।৪. মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া)- ২১১ পয়েন্ট।৫. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)- ২১০ পয়েন্ট।