অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত শুক্রবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এর পর আরও একটি পালা মঞ্চস্থ হয়ে গেল পাকিস্তান ক্রিকেটে। শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে কিছু দিন আগেই সাদা-বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। এখন সেই বাবরের সহ-অধিনায়ক হওয়ার জন্যই নাকি প্রস্তাব দেওয়া হয়েছে আফ্রিদিকে। কিন্তু সেই প্রস্তাব আফ্রি♉দি খারিজ করে দিয়েছে।
ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছে যে, পিসিবি-র নির্বাচক কমিটি আনুষ্ঠানিক ভাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাবর আজমের ডেপুটি হিসেবে শাহিনের নাম উত্থাপন করেছিল। তবে তারকা ফাস্ট বোলার তা প্রত্যাখ্যান করে দেন। যে কারণে আইসিসির সময় সীমার কয়েক ঘন্টা আগে পাকিস্তান চূড়ান্ত স্কোয়াড জমা দিলেও, তাতে সহ-অধিনায়কের কোনও নাম ছিল না। যা খবর তাতে সহ–অধিনায়কের দায়িত্ব পেতে পারেন মহম্মদ রিজওয়🐻ান বা শাদাব খান। রিজওয়ানকেই সেই দায়িত্ব দেওয়ার সম্ভাবনা বেশি।
এর আগে মাত্র এক সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করার পরেই মার্চে সরিয়ে দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। পরিবর্তে গত ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়া বাবরকে সাদা-বলের অধিনায়ক হিসেবে পুনর্বহাল করা হয়। ওই সময় শাহিনকে নিয়ে অনেক জলঘোলা করেছে পিসিবি। অধিনায়কত্༒বের ঘোষণা চূড়ান্ত হওয়ার পরেই শাহিন আফ্🍨রিদির নামে পিসিবি একটি বিবৃতি প্রচার করে। পরে সেটি ভুয়ো ছিল বলে জানান এই তারকা পেসার।
আরও পড়ুন: দ্রাবিড়ের পরি♎বর্ত হিসেবে জোরালো হচ্ছে KKR মেন্টর গম্ভীরেܫর নাম
শাহিনও বিষয়গুলি হজম করতে পারেননি। অধিনায়কের পদ থেকে তাঁকে কেন বরখাস্ত করা হয়েছে, সেই কারণগুলি পর্যাপ্ত ভাবে ব্যাখ্যা করা হয়নি বল✱ে দাবি করেছেন শাহিন। যাইহোক পরবর্তীতে শাহিন দাবি করেন, ‘পাকিস্তান দলের মধ্যে কোনও রকন সমস্যা নেই। টুকটাক যা মতবিরোধ আছে, সেটা সব পরিবারেই থাকে।’ নেতৃত্ব ইস্যুতে বাবর আজমের সঙ্গে তাঁর 𒀰কোনও দূরত্ব নেই বলেই দাবি করেছিলেন শাহিন। কিন্তু তাঁর নতুন সিদ্ধান্তে আবারও পাক ক্রিকেটের সমস্যাকে সামনে এনে দিয়েছে।
আগামী ২ জুন থেকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৫ ফেব্রুয়ারি স্কোয়াড চূড়ান্ত করার শেষ দিন। তার আগের দিনই জরুরি বৈঠকের পর পাকিস্তান স্কোয়াড ঘোষণা করা হয়। এর আগে অবশ্য এই নিয়ে কম নাটকীয়তা হয়নি। যাইহোক ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার মুখোমুখি হবে পাকিস্তান। এর প🎶র ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলবে তারা। ১২ জুন কানাডা এবং ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে বাবর আজমদের।